ভার্জিনিয়ায় সমুদ্রতীরবর্তী লঞ্চ প্যাড থেকে পরীক্ষামূলকভাবে একটি হাইপারসনিক রকেট ছুড়েছে যুক্তরাষ্ট্রের নৌ ও সেনাবাহিনী। নতুন ধরনের অস্ত্রের উন্নয়নের জন্য বুধবার (২৬ অক্টোবর) এই পদক্ষেপ নেয়া হয় বলে জানিয়েছে পেন্টাগন।
রুশ গণমাধ্যম রাশিয়া টুডের (আরটি) প্রতিবেদন অনুযায়ী, দেশটির নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে- ভার্জিনিয়ায় নাসার ওলাপস ফ্লাইট সুবিধা থেকে সানদিয়া জাতীয় ল্যাবোরেটরিস সফলভাবে এই পরীক্ষা চালিয়েছে।
এবারের হাইপারসনিক অস্ত্র যোগাযোগ ও নেভিগেশন সরঞ্জামের পাশাপাশি উন্নত উপকরণের মূল্যায়ন করেছে। হাইপারসনিক গ্লাইড যানগুলো শব্দের চেয়ে পাঁচ গুণেরও বেশি গতিতে বা ঘণ্টায় প্রায় তিন হাজার ৮৫৩ মাইল গতিতে লক্ষ্যে পৌঁছাতে সক্ষম।
একটি রকেট থেকে এগুলো উৎক্ষেপণ করা হয়। যুক্তরাষ্ট্র ও তাদের বৈশ্বিক প্রতিদ্বন্দ্বী দেশগুলো দ্রুত গতিতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের দিকে ঝুঁকছে। নতুন প্রজন্মের এই অস্ত্র প্রথাগত সব মেকানিজমকে প্রশ্নবিদ্ধ করেছে।
হাইপারসনিক অস্ত্রের সক্ষমতা বাড়াতে এটা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পরীক্ষা। এ অস্ত্রের ক্ষেত্রে ভূমি ও সাগরকে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। এর আগে ২০২১ সালের অক্টোবরে প্রথম হাইপারসনিক অস্ত্রের পরীক্ষা চালায় যুক্তরাষ্ট্র।
খবরে বলা হয়, যোগাযোগ ও নেভিগেশন সরঞ্জামের পাশাপাশি শব্দের পাঁচগুণ গতিতে ছুটে যাওয়ার সময় তাপ সহ্য করার ক্ষমতা মূল্যায়ন করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী।
এক বিবৃতিতে নৌবাহিনী জানায়, সর্বশেষ রাউন্ডের পরীক্ষা শেষ করতে চলতি সপ্তাহের শেষের দিকে আরও একটি হাইপারসনিক রকেট উৎক্ষেপণ করা হবে।