আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অবহেলিত হাওর অঞ্চলের মানুষের দুর্দিন ঘুঁচে গেছে। গত ১৪ বছরে এই অঞ্চলের ব্যাপক উন্নয়ন হয়েছে। আওয়ামী লীগ সরকারে ছিল বলেই এই উন্নতি হয়েছে।
আজ (মঙ্গলবার) কিশোরগঞ্জের মিঠামইনে আওয়ামী লীগ আয়োজিত সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি।
দেশের একমাত্র জেলা কিশোরগঞ্জ, যেখান থেকে সৈয়দ নজরুল ইসলাম, জিল্লুর রহমান এবং মোহাম্মদ আব্দুল হামিদ-এই তিন জন বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার পরম সৌভাগ্য অর্জন করেছেন। জেলার ইটনা, মিঠামইন এবং অষ্টগ্রাম উপজেলা নিয়ে গঠিত বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদের নির্বাচনী এলাকা। রাষ্ট্রপতির বাড়ির আঙিনায় স্থানীয় হেলিপ্যাড মাঠে সুধী সমাবেশের আয়োজন করে মিঠামইন উপজেলা আওয়ামী লীগ। বিশাল জমায়েতে সুধী সমাবেশ রুপ নেয় জনসভায়। প্রধানমন্ত্রী সুধী সমাবেশে যোগ দিলে বিপুল করতালিতে অভিবাদন জানান হাওর অঞ্চলের মানুষ।
লক্ষাধিক মানুষের এই সমাবেশে স্থানীয় সংসদ সদস্য রাষ্ট্রপতি আবদুল হাদিদের ছেলে রেজওয়ান আহম্ম তৌফিক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।
সুধী সমাবেশে শেখ হাসিনা বলেন, গেল ১৪ বছরে হাওর অঞ্চলের চিত্র বদলে গেছে। এখন হাওড়বাসীর আর কষ্ট নেই।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলেই মানুষের অশান্তি বাড়ে। দেশের টাকা লুট করে বিদেশে পাচার করে তারা আয়েশী জীবন যাপন করে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে দেশের মানুষের উন্নয়ন হয়। দেশ এগিয়ে যায়। তাই অতীতের মত আগামী নির্বাচনেও নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি।
হাওর অঞ্চলের মানুষ বার বার নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়ী করায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।