আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী পল পেলোসি তার নিজ বাড়িতে হামলার শিকার হয়েছেন। হামলার সময় ন্যান্সি পেলোসি ওয়াশিংটনে ছিলেন। শুক্রবার (২৮শে অক্টোবর) এক বিবৃতিতে এ সব জানান ন্যান্সি।
বিবৃতিতে ন্যান্সি পেলোসি বলেন, একজন হামলাকারী সান ফ্রানসিস্কোরতে তাদের নিজ বাড়িতে ঢুকে পল পেলোসির ওপরে হামলা চালায়। বর্তমানে হামলাকারী পুলিশ হেফাজতে রয়েছেন। তার উদ্দেশ্য কী ছিল তা এখনো জানা যায়নি।
সিএনএন জানিয়েছে, বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন পল পেলোসি। তবে তিনি গুরুতর আঘাত পেলেও দ্রুতই সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। পুলিশ ও চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন ন্যান্সি পেলোসি।
১৯৬৩ সালে ন্যান্সি পেলোসি ও পল পেলোসি দাম্পত্য জীবন শুরু করেন এবং তাদের পাঁচ সন্তান রয়েছে। ৮২ বছর বয়স্ক পল পেলোসি একজন ব্যবসায়ী ও বিনিয়োগকারী।