শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৮:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৭০ ‘দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকুন’ রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত ২২ বিচারপতির সাক্ষাৎ কাজী নজরুল ইসলামকে ‘জাতীয় কবি’ ভূষিত করে প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তাব অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায়: প্রেস সচিব মানি লন্ডারিংয়ের মামলা থেকে খালাস পেলেন মামুন হিন্দু-মুসলমান দাঙ্গা সৃষ্টিতে উসকানিদাতার পক্ষে ভারত: ফারুক সংস্কার লাগবে, তবে বাকশালের মতো কিছু যেন না হয়: মঈন খান শেখ হাসিনার ‘বিদ্বেষমূলক’ বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা পার্শ্ববর্তী দেশের উসকানি গোটা জাতি ধরে ফেলেছে’ শৃঙ্খলা ভঙ্গ করলে কোনো ছাড় নয়: আইজিপি ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত: স্বরাষ্ট্র উপদেষ্টা ৭ ম্যাচ পর জিতল ম্যানসিটি সালাহ শো শেষেও পয়েন্ট খোয়াল লিভারপুল ফরাসি পার্লামেন্টে আস্থাভোটে মাক্রোঁপন্থি সরকারের পতন

হামাসের অভিযানে রাফায় ৮ ইসরায়েলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
আপডেট : জুন ১৬, ২০২৪
হামাসের অভিযানে রাফায় ৮ ইসরায়েলি সেনা নিহত

দখলদার ইসরায়েলি বাহিনীর দ্বারা অবরুদ্ধ ফিলিস্তিনের গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় স্বাধীনতাকামী হামাসের সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেড যোদ্ধাদের চোরাগোপ্তা হামলায় ৮ ইসরায়েলি সেনা নিহত হয়েছে।

শনিবার (১৫ জুন) তারা নিহত হয়েছে বলে এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে।

হামাসের সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেড জানায়, রাফার পশ্চিমাংশের আল-সুলতান এলাকায় তাদের যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর সাঁজোয়া যানে (এপিসি) চোরাগোপ্তা হামলা চালিয়ে অনেক ইসরায়েলি সেনাকে হত্যা ও আহত করেছে।

ইসরায়েলি ট্যাংকগুলো তেল আল-সুলতান এলাকায় অগ্রসর হয়ে উপকূলীয় এলাকা লক্ষ্য করে গোলা ছুড়েছে। ইতোমধ্যেই কয়েকবার বাস্তুচ্যুত হওয়া হাজার হাজার ফিলিস্তিনি ওই উপকূলীয় এলাকায় আশ্রয় নিয়ে আছে। সেখানেই হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

এর পাশাপাশি তারা গাজার বিভিন্ন এলাকায় হামলা চালাচ্ছে। শনিবার ইসরায়েলি বর্বরতার অন্তত ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামাসকে নির্মূল করতে গাজায় অবিরাম হামলা চালিয়ে ইসরায়েলি বাহিনী এ পর্যন্ত অন্তত ৩৭ হাজার ২৯৬ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে আর এদের মধ্যে অন্তত ৩০ জন গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন।

গত অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর ইতোমধ্যেই আট মাসেরও বেশি পার হয়ে গেছে। একটি যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক চাপ বাড়তে শুরু করলেও যুদ্ধ বন্ধ করার মতো কোনো চুক্তি এখনও অনেক দূর মনে হচ্ছে। একদিকে আলোচনা চললেও গাজায় ধারাবাহিক রক্তপাত থামার কোনো লক্ষণ নেই। সূত্র: রয়টার্স ও টাইমস অব ইসরায়েল।


এ বিভাগের অন্যান্য সংবাদ