সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক ভুল করলে বিএনপিকেও জনগণ প্রত্যাখ্যান করবে: তারেক রহমান এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৪৫.৬২ বাংলাদেশের সঙ্গে আর্জেন্টিনার বাণিজ্য সহযোগিতার আহ্বান আগস্টে গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন করবে সরকার: প্রধান উপদেষ্টা পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক মামলায় ২৫০ আসামির জামিন আমি যেখানেই দাঁড়াবো সেখানেই জিয়াকে খুঁজে পাবো: গয়েশ্বর নানা নাটকীয়তার পর গাজায় যুদ্ধবিরতি কার্যকর রক্ত ঝরবে কিন্তু দেশের সীমান্ত সুরক্ষিত থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসাথে চলবে: মির্জা ফখরুল নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক বক্তব্যের মধ্যেই ঢুকতে চায় না: সিইসি তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি পিছিয়ে ৯ ফেব্রুয়ারি ধার্য ‘রূপপুর পারমাণবিক কেন্দ্রের অর্থ পরিশোধের জটিলতা দ্রুতই কেটে যাবে’ দেশে চাহিদার বিপরীতে ২ শতাংশ চিনিও উৎপাদন হচ্ছে না কম সংস্কার চাইলে ডিসেম্বরেই নির্বাচন হতে পারে: শফিকুল আলম ২৬ জানুয়ারির মধ্যে সেনা সরাতে ইসরায়েলকে আলটিমেটাম লেবাননের

হারা ম্যাচে জরিমানার সঙ্গে ডিমেরিট পয়েন্ট পেলেন খালেদ

রিপোর্টারের নাম :
আপডেট : এপ্রিল ১২, ২০২২

পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আচরণবিধি লঙ্ঘনের ফলে টাইগার পেসার খালেদ আহমেদকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি। সেই সঙ্গে তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

খালেদের বিরুদ্ধে আইসিসির কোড অব কনডাক্টের লেভেল-১ ভঙ্গের অভিযোগ আনা হয়। এই কোড অব কন্ডাক্টের ২.৯ ধারা অনুযায়ী শাস্তি দেয়া হয়েছে টাইগার পেসারকে।

মঙ্গলবার (১২ এপ্রিল) আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘একজন খেলোয়াড় প্রতিপক্ষ দলের খেলোয়াড়, আম্পায়ার, ম্যাচ রেফারি বা অন্য কোন তৃতীয় ব্যক্তির দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে বল ছুঁড়ে মারার সঙ্গে সম্পর্কিত থাকায় দোষী সাব্যস্ত হয়েছে।’

এবেখা টেস্টের দ্বিতীয় দিন প্রোটিয়াদের প্রথম ইনিংসের ৯৫তম ওভারে কাইল ভেরেন্নেকে বল করতে আসেন খালেদ। ওই ওভারের পঞ্চম বলটি ডিফেন্স করেন ভেরেন্নে। পরে নিজের বলে নিজে ফিল্ডিং করে স্ট্রাইক প্রান্তে থাকা ভেরেন্নের দিকে বল ছুঁড়ে মারেন খালেদ। বলটি ভেরেন্নের গ্লাভসে গিয়ে আঘাত করে। এরপর দুজনের কথা কাটাকাটিও চলে।

মাঠ আম্পায়ার মারাইস ইরাসমাস এবং আল্লাহুদিন পালেকার, তৃতীয় আম্পায়ার অ্যাড্রিয়ান হোল্ডস্টক এবং ম্যাচ অফিসিয়াল বোঙ্গানি জেলে অভিযোগ গঠন করেন। আম্পারাদের আনিত অভিযোগে অপরাধ স্বীকার করেন খালেদ এবং অ্যান্ডি পাইক্রফটের প্রস্তাবিত শাস্তি মেনে নেন।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ৮০ রানে গুটিয়ে যাওয়ায় ৩৩২ রানে হেরেছে বাংলাদেশ।


এ বিভাগের অন্যান্য সংবাদ