কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজগতকাল শনিবার জেদ্দায় কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি হন। পরে আজ রোববার সকালে তিনি হাসপাতাল ত্যাগ করেন।
আজ দেশটির রাজকীয় আদালতের বিবৃতির বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য জানায়।
পবিত্র মাহে রমজানের শেষের দিনগুলো মক্কার আল-সাফা প্রাসাদে কাটান সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তা ও রাজপুত্রদের সঙ্গে নিয়ে ঈদুল ফিতরের নামাজ মক্কায় মসজিদে কাবায় আদায় করেন তিনি।