মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বসুন্ধরার চেয়ারম্যান ও তাঁর পরিবারের বিদেশে থাকা সম্পদ জব্দের আদেশ শেখ হাসিনা সবকিছু ধ্বংস করে ফেলেছে : ড. ইউনূস বাংলাদেশের হাই কমিশনে হামলা: ত্রিপুরার ৩ পুলিশ বরখাস্ত সীমান্তে যেকোনো অপতৎপরতা রোধে প্রস্তুত বিজিবি সেনাসদস্যদের দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে বললেন সেনাপ্রধান ‘আগরতলার ঘটনা জেনেভা কনভেনশনের সুস্পষ্ট বরখেলাপ’ ‘পায়ে পড়ে ঝগড়া করলে বাংলাদেশের মানুষ ভারতমুখী হবে না’ দুর্নীতির শীর্ষে পাসপোর্ট-বিআরটিএ-আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ‘বাংলাদেশে নয়, ভারতেই শান্তিরক্ষী বাহিনী দরকার’ চিন্ময়ের জামিন শুনানির জন্য ২ জানুয়ারি দিন ধার্য ঘূর্ণিঝড় ফিনজালে ভারত-শ্রীলঙ্কায় নিহত ২০ সিরিয়ায় ঢুকেছে ইরান-সমর্থিত ইরাকি যোদ্ধারা গাজায় আরও ৩৭ ফিলিস্তিনি নিহত যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে হামলা চালাল ইসরায়েল, নিহত ১১ জিম্মিদের মুক্তির জন্য হামাসকে সময় বেঁধে দিলেন ট্রাম্প

হিলি স্থলবন্দর দিয়ে পণ্য রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারতীয় ব্যবসায়ীরা

অনলাইন ডেস্ক
আপডেট : নভেম্বর ২৬, ২০২৪
হিলি স্থলবন্দর দিয়ে পণ্য রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারতীয় ব্যবসায়ীরা

রাজ্য সরকার পেঁয়াজ ও আলু রপ্তানিতে স্লট বুকিং বন্ধের জেরে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য রপ্তানি বন্ধ রেখেছে ভারতীয় ব্যবসায়ীরা। এর আগে চলতি সপ্তাহের রোববার (২৪ নভেম্বর) স্লট বুকিং বন্ধ করে দেয় সরকার ফলে সোমবার (২৫ নভেম্বর) ও মঙ্গলবার (২৬ নভেম্বর) এই বন্দর দিয়ে আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে।

আজ মঙ্গলবার সকালের দিকে ভারত থেকে পাঁচটি ট্রাকে ৩০ টন বাদাম, ৪৫ টন ভুট্টার বীজ ও ৫০ টন ঘাসের বীজ আমদানি হয় হিলি স্থলবন্দর দিয়ে। এরপরই সব ধরনের পণ্য রপ্তানি বন্ধ করে দেয় দেশটির ব্যবসায়ীরা। তবে একইদিন বাংলাদেশ থেকে ভারতে পাঁচ ট্রাকে ১২০ মেট্রিক টন চালের গুঁড়ার তেল রপ্তানি হয়েছে।

হিলি স্থলবন্দরের আমদানিকারক প্রতিনিধি রাশেদ ইসলাম বলেন, ‘আলু ও পেঁয়াজ রপ্তানিতে স্লট বুকিং বন্ধ করে দেয়ায় ভারতের রপ্তানিকারকরা আজ সব পণ্য রপ্তানি বন্ধ করে দিয়েছে। রাজ্য সরকারের কাছে তাদের দাবি আলু ও পেঁয়াজের স্লট বুকিং খুললে তারা অন্য সব পণ্য রপ্তানি করবে নইতো বন্ধই থাকবে। যার কারণে আজকে দুপুরের পর হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি হয়নি।’

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সহ-সভাপতি শহিদুল ইসলাম বলেন, ‘ভারতের ব্যবসায়ীরা সে দেশের কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের প্রতিনিধিদের সাথে বৈঠক করে যাচ্ছে যাতে দ্রুত স্লট বুকিং কার্যক্রম শুরু হয়। তবে আগামীকাল বুধবার (২৭ নভেম্বর) ভারত অভ্যন্তরে পার্কিং আগের আলু ও পেঁয়াজ বোঝাই করা ৮০ থেকে ৯০ টি ট্রাক হিলি স্থলবন্দরে আমদানি হতে পারে। আর নতুন করে স্লট বুকিং দিলেই আগের মতো আবারো আলু ও পেঁয়াজ আমদানি হবে।’

এদিকে দুই দিন আমদানি বন্ধের সুযোগে বন্দরের আড়ত ও খুচরা বাজারে দাম বেড়েছে আলু ও পেঁয়াজের। কেজিতে ১০ থেকে ১২ টাকা বেড়ে আলু বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকা আর কেজিতে ১০ টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে।


এ বিভাগের অন্যান্য সংবাদ