বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পলিথিন ব্যাগের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান: পরিবেশ উপদেষ্টা আন্দোলনে নিহতের পরিবার প্রাথমিকভাবে পাবে ৫ লাখ, আহত ১ লাখ অর্জিত বিজয় যেন নষ্ট না হয়: মির্জা ফখরুল রাষ্ট্র পুনর্গঠনের তাগিদ ফরহাদ মজহারের সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি হলেন মুহাম্মদ আবদুল্লাহ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রকল্প বাতিল : পরিকল্পনা উপদেষ্টা নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দল ঘোষণা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে সেনাবাহিনী : জনপ্রশাসন মন্ত্রণালয় রংধনু গ্রুপের রফিক ও মিজানের ফাঁসির দাবিতে মানববন্ধন না ফেরা পুলিশ সদস্যদের আর সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন মামলায় মানিক-সালমান-পলক-মামুনকে কারাগারে পাঠানোর নির্দেশ সাবেক ৩ সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে আরো ২২ আনসার গ্রেপ্তার, রিমান্ডে ৭ জন পণ্য রপ্তানির আড়ালে ১০০০ কোটি টাকা পাচার বেক্সিমকোর আগস্টের চেয়ে সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু ও রোগী বেড়েছে দ্বিগুণ

হুন্ডিতে আসা টাকা, কালো টাকা : অর্থমন্ত্রী

রিপোর্টারের নাম :
আপডেট : আগস্ট ৩, ২০২২
হুন্ডিতে আসা টাকা, কালো টাকা : অর্থমন্ত্রী

দেশে পাঠানো প্রবাসীদের আয় বা রেমিটেন্সের অর্ধেকই আসে হুন্ডির মাধ্যমে অবৈধপথে। রেমিটেন্সের ওপর নগদ প্রণোদনা দেয়ার পরেও ব্যাংকের মাধ্যমে অর্থ পাঠানোর চেয়ে হুন্ডিতে পাঠাতেই আগ্রহী প্রবাসীরা। কারণ তাতে টাকা বেশি পায়। অর্থমন্ত্রী বলেছেন, হুন্ডি বা অবৈধ পথে রেমিটেন্স পাঠানো বন্ধ করতে সরকার নানা উদ্যোগ নিয়েছে। এদিকে, জুলাই মাসে মূল্যস্ফীতি কিছুটা কমেছে বলে জানিয়েছে পরিসংখ্যান ব্যুরো।

প্রবাসী বাংলাদেশিদের আয়ের অর্থ ব্যাংকের মাধ্যমে পাঠাতে সরকার নানা সুবিধা দিচ্ছে। নগদ আড়াই শতাংশ প্রণোদনাও চালু আছে। জুলাই মাসে ব্যাংকের মাধ্যমে দেশে প্রবাসী আয় এসেছে ২শ’ কোটি মার্কিন ডলারের বেশি। তারপরেও প্রবাসী আয়ের প্রায় অর্ধেক দেশে আসে হুন্ডি বা অবৈধ পথে। যার হিসাব মূল অর্থনীতির বাইরে রয়ে যায়।

বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, হুন্ডিতে আসা টাকা, কালো টাকা। সরকার এটাকে নিরুৎসাহিত করছে।

আমদানি-রপ্তানিতে সঠিক তথ্য না দিয়েও টাকা বিদেশে পাচার করা হচ্ছে বলেও জানান অর্থমন্ত্রী। তবে তার সঠিক হিসেব নেই তার কাছে।

এদিকে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বলছে,জুলাই মাসে মূল্যস্ফীতি কিছুটা কমে দাঁড়িয়েছে৭ দশমিক ৪৮ শতাংশ, জুন মাসে যা ছিলো ৭ দশমিক ৫৬ শতাংশ। মূল্যস্ফীতি আরো কমবে বলে আশা করছেন অর্থমন্ত্রী।

অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটির সভায়, ৩ লাখ ৬০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানির চুক্তি স্বাক্ষর ও ১ লাখ মেট্রিক টন এমওপি সার আমদানির অনুমোদন দেয়া হয়।সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় ৩ কোটি ৩০ লাখ লিটার জ্বালানি তেল ও ৬০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কেনার অনুমোদন দেয়া হয়েছে।


এ বিভাগের অন্যান্য সংবাদ