যেনতেন নির্বাচন করে সরকার ক্ষমতা ধরে রাখার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি’র সিনিয়র নেতারা। নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়েও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে দাবি করেন তারা। শনিবার বরিশালে বিভাগীয় গণসমাবেশে যোগ দিয়ে বিএনপি নেতারা হুঁশিয়ারি দেন, ছলচাতুরি করে এবার ক্ষমতাসীনদের শেষ রক্ষা হবে না।
বরিশালের পুরনো বেল্স পার্ক বর্তমানে, বঙ্গবন্ধু উদ্যানে বিএনপির বিভাগীয় সমাবেশে শুরু হওয়ার কথা দুপুর ২টায় কিন্তু শনিবার সকাল থেকেই নেতাকর্মীরা জড়ো হয় সভাস্থলে। পরিবহন ধর্মঘট উপেক্ষা করে যে যেভাবে পেরেছেন উপস্থিত হয়েছেন বিভাগীয় গণসমাবেশে। অনেকে আগের রাতেই সেখানে অবস্থান নেয়। পথে পথে বাঁধার অভিযোগ ছিল নেতাকর্মীদের।
সমাবেশে বিএনপি নেতারা বলেন, সরকার দুর্নীতি ও লুটপাট করে দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও গ্যাস-বিদ্যুতের অভাবে সাধারণ মানুষ দুর্বিষহ দিন পার করছে।
দলটির নেতারা বলেন, বাঁধা বিপত্তি মোকাবিলা করে সরকার বিরোধী আন্দোলনকে বিপ্লবে পরিণত করেছে বিএনপির নেতাকর্মীরা। ঐক্যবদ্ধভাবে আগামীতে কারচুপির নির্বাচন প্রতিহত করার ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি’র সামনে বিকল্প কোনো পথ খোলা নেই উল্লেখ করে দ্বিধাদ্ব›দ্ব ভুলে রাজপথে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে নেতাকর্মীদের নির্দেশ দেন বিএনপি মহাসচিব।