মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বসুন্ধরার চেয়ারম্যান ও তাঁর পরিবারের বিদেশে থাকা সম্পদ জব্দের আদেশ শেখ হাসিনা সবকিছু ধ্বংস করে ফেলেছে : ড. ইউনূস বাংলাদেশের হাই কমিশনে হামলা: ত্রিপুরার ৩ পুলিশ বরখাস্ত সীমান্তে যেকোনো অপতৎপরতা রোধে প্রস্তুত বিজিবি সেনাসদস্যদের দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে বললেন সেনাপ্রধান ‘আগরতলার ঘটনা জেনেভা কনভেনশনের সুস্পষ্ট বরখেলাপ’ ‘পায়ে পড়ে ঝগড়া করলে বাংলাদেশের মানুষ ভারতমুখী হবে না’ দুর্নীতির শীর্ষে পাসপোর্ট-বিআরটিএ-আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ‘বাংলাদেশে নয়, ভারতেই শান্তিরক্ষী বাহিনী দরকার’ চিন্ময়ের জামিন শুনানির জন্য ২ জানুয়ারি দিন ধার্য ঘূর্ণিঝড় ফিনজালে ভারত-শ্রীলঙ্কায় নিহত ২০ সিরিয়ায় ঢুকেছে ইরান-সমর্থিত ইরাকি যোদ্ধারা গাজায় আরও ৩৭ ফিলিস্তিনি নিহত যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে হামলা চালাল ইসরায়েল, নিহত ১১ জিম্মিদের মুক্তির জন্য হামাসকে সময় বেঁধে দিলেন ট্রাম্প

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হচ্ছেন ক্যারোলিন

আর্ন্তজাতিক ডেস্ক
আপডেট : নভেম্বর ১৬, ২০২৪
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হচ্ছেন ক্যারোলিন

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হচ্ছেন ক্যারোলিন লেভিট। নব–নির্বাচিত প্রেসিডেন্ট এ পদের জন্য তাঁর নাম ঘোষণা করেছেন বলে আজ শনিবার বিবিসির এক প্রতিবেদেন বলা হয়েছে।

২৭ বছর বয়সী ক্যারোলিন ট্রাম্পের নির্বাচনী প্রচারণার মুখপাত্র ছিলেন। তিনিই হবেন মার্কিন ইতিহাসে হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি।

এক বিবৃতিতে ট্রাম্প বলেছেন, আমি আত্মবিশ্বাসী যে, ক্যারোলিন কাজে শ্রেষ্ঠত্ব অর্জন করবেন এবং আমেরিকান জনগণের কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে সহায়তা করবেন। আমরা আবার আমেরিকাকে মহান করে তুলব। ক্যারোলিন স্মার্ট, দৃঢ় এবং একজন অত্যন্ত কার্যকর যোগাযোগকারী হিসেবে প্রমাণিত হয়েছেন।

নিউ হ্যাম্পসায়ারের বাসিন্দা ক্যারোলিন তাঁর নিজ রাজ্যের ক্যাথলিক কলেজ সেন্ট অ্যানসেলম কলেজে যোগাযোগ এবং রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়ন করেছেন। স্কুলে থাকাকালীন তিনি ফক্স নিউজে এবং ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস অফিসে ইন্টার্ন করেছিলেন। তিনি ২০২০ সালে পলিটিকোকে বলেছিলেন, এই অভিজ্ঞতাগুলোর মাধ্যমে তিনি সংবাদমাধ্যমের জগতে প্রথম আভাস পেয়েছেন।

ক্যারোলিন ২০১৯ সালে স্নাতক সম্পন্ন করার পরপরই ট্রাম্পের সময় হোয়াইট হাউসের জন্য কাজ শুরু করেছিলেন। প্রথমে প্রেসিডেন্টের লেখক হিসেবে এবং পরে সহকারী প্রেস সেক্রেটারি হিসেবে কাজ করেন তিনি।

তাঁর ওয়েবসাইটে বলা হয়েছে, আমি প্রেস সেক্রেটারি কাইলি ম্যাকইনানিকে হাই-প্রেশার ব্রিফিংয়ের জন্য এবং পক্ষপাতদুষ্ট মূলধারার মিডিয়ার বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করতে সাহায্য করেছি।

হোয়াইট হাউস ত্যাগ করার পর ক্যারোলিন সিনিয়র রিপাবলিকান কংগ্রেসওম্যান রিপাবলিকান এলিস স্টেফানিকের যোগাযোগ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন, যাকে ট্রাম্প জাতিসংঘের রাষ্ট্রদূত হিসেবে কাজ করার জন্য মনোনীত করেছেন।

ক্যারোলিন তাঁর প্রচারাভিযানের ওয়েবসাইটে জানিয়েছেন, তাঁর নীতির অবস্থান মূলত ট্রাম্পের সাথে সংযুক্ত। তিনি নিজেকে অবৈধ অভিবাসনের জন্য শূন্য সহনশীলতা এবং সীমান্ত প্রাচীর নির্মাণ সমাপ্তসহ পুলিশ এবং শক্তিশালী সীমান্তের শক্তিশালী সমর্থক হিসেবে নিজেকে উপস্থাপন করেছিলেন।

২০২৪ সালের জানুয়ারিতে ক্যারোলিন ট্রাম্পের প্রচারাভিযানের যোগ দেন। তিনি মার্কিন ইতিহাসে সর্বকনিষ্ঠ হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি হিসেবে কাজ করার জন্য নির্বাচিত হয়েছেন। এরআগে সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারির রেকর্ডধারী ছিলেন রন জিগলার। ১৯৬৯ সালে ২৯ বছর বয়সে তিনি এ পদে নিযুক্ত হন।

ক্যারোলিন কারিন জ্যঁ-পিয়েরের স্থলাভিষিক্ত হচ্ছেন। ২০২২ সালের ১৩ মে দায়িত্ব নিয়েছিলেন কারিন। হোয়াইট হাউসে যোগ দেওয়ার আগে ২০২০ সালে বাইডেনের পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নিয়েছিলেন কারিন। বাইডেন যখন ওবামা প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তখনও তাঁর অধীন কারিন কাজ করেন।


এ বিভাগের অন্যান্য সংবাদ