শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৬:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফেসবুকে ফেক আইডি খুলে গুজব ছড়ানো হচ্ছে: উপদেষ্টা নাহিদ আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো : স্বরাষ্ট্র উপদেষ্টা এমন দেশ গড়তে চাই, যা নিয়ে দুনিয়ার সামনে গর্ব করা যায় : প্রধান উপদেষ্টা ময়মনসিংহে সাংবাদিককে কুপিয়ে হত্যা সংস্কার উদ্যোগ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা ‘আওয়ামী লীগ বিভাজনের রাজনীতি প্রতিষ্ঠা করেছে’ বিএনপি জামায়াতের আধিপত্য কায়েম চলবে না: নুর এই আন্দোলনের একমাত্র মাস্টারমাইন্ড তারেক রহমান : দুদু ‘শান্তিপূর্ণভাবেই পালিত হচ্ছে দুর্গাপূজা’ মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্নস্থানে বৃষ্টি হচ্ছে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা নিকারাগুয়ার নতুনভাবে প্রস্তুত হচ্ছে হিজবুল্লাহ বার্সেলোনার বিরুদ্ধে আগুয়েরোর মামলা বসনিয়া জয় জার্মানির, হাঙ্গেরিতে আটকে নেদারল্যান্ডস মাদরাসা শিক্ষকদের বেতন তিনগুণ বাড়াল মহারাষ্ট্র সরকার

হ্যালোইনে ‘হার্লি কুইন’ সাজে ক্যাটরিনা

রিপোর্টারের নাম :
আপডেট : নভেম্বর ১, ২০২২
হ্যালোইনে ‘হার্লি কুইন’ সাজে ক্যাটরিনা

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সামনেই মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘ফোন ভূত’। এখন সেটির প্রচারে ভীষণ ব্যস্ত তিনি। এর ফাঁকেই সময় বের করে হ্যালোইনের জন্য নিজেকে সাজালেন এই অভিনেত্রী। দ্য সুইসাইড স্কোয়াড’-এর জনপ্রিয় চরিত্রের আদলে হ্যালোইনে সাজ ক্যাটরিনার। অভিনেত্রীকে ‘হার্লি কুইন’ হিসেবে দুর্দান্ত লাগছে, এই নিয়ে নেটপাড়ায় ঝড় উঠেছে।

ইনস্টাগ্রামে ক্যাটরিনা একটি ভিডিও পোস্ট করেছেন, এতে তিনি ডিসি কমিকস চরিত্র হার্লি কুইনের পোশাক পরেছিলেন এবং মারগোট রবির ‘হার্লি কুইন’ চরিত্রটি ফুটিয়ে তুলেছেন। ‘দ্য সুইসাইড স্কোয়াড’ ছবির এই জনপ্রিয় চরিত্রের মতো সেজে অনুরাগীদের সঙ্গে হ্যালোইনের আনন্দ ভাগ করে নিলেন ক্যাটরিনা। অভিনেত্রীর এই রূপ দেখে নেটপাড়ায় প্রশংসার বন্যা বয়ে যাচ্ছে।

এক ভক্ত লিখেছেন, ‘আমার দেখা সেরা হার্লি কুইন।’ অপর ভক্ত লেখেন, ‘হার্লি কুইন তো ক্যাটরিনা। এবার জোকার হিসেবে ভিকিকে দেখবার অপেক্ষা।’

ক্যাটরিনা অভিনীত ‘ফোন ভূত’ ছবিটি আগামী চৌঠা নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে। ছবিটিকে ক্যাটকে সুন্দরী ভূতের চরিত্রে দেখা যাবে। অমর কৌশিক পরিচালনায় ছবিতে ক্যাটের কো-স্টার হিসেবে রয়েছেন সিদ্ধান্ত চতুর্বেদী এবং ইশান খট্টর। ছবিতে দেখা যাবে সুন্দরী ভূত রাগিনী; ইশান ও সিদ্ধান্তকে একটি ব্যবসার প্রস্তাব দেবে। এরপর একসঙ্গে মিলে ভূত ধরার কাজ শুরু করবে তারা।

আপতত ক্যাটরিনার দম ফেলবার সময় নেই। তার হাতে বেশ কয়েকটি ছবি রয়েছে। সালমান খানের সঙ্গে টাইগার ৩-র শ্যুটিং শেষ করেছেন। বিজয় সেতুপতির সঙ্গে ‘মেরি ক্রিসমাস’ ছবিতে দেখা যাবে তাকে। এছাড়াও ফারহান আখতারের ‘জি লে জারা’ ছবিতে কাজ করছেন তিনি।


এ বিভাগের অন্যান্য সংবাদ