১০ দিন খেলার মাইন্ডসেটের অভাব রয়েছে ক্রিকেটারদের। ফলে বিগত সিরিজে প্রথম টেস্ট ভাল খেললেও দ্বিতীয় টেস্টে ব্যর্থ হয়েছে টাইগাররা। এমনটাই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে জানিয়েছেন কোচিং স্টাফরা।
রবিবার দুপুরে টেস্ট অধিনায়ক মুমিনুল হক, কোচিং স্টাফ ও বোর্ড পরিচালকদের সাথে বৈঠক করেন পাপন। বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
বৈঠক সম্প্রতি টেস্ট দলের পারফরমেন্স ও আসন্ন শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে ভাল করতে করণীয় বিষয় নিয়ে আলোচনা হয়।
মুস্তাফিজের টেস্ট না খেলতে চাওয়ার ইস্যুতে বিসিবি সভাপতি জানান, ব্যস্ত সূচির কারণে চাইলেই সব ফরম্যাটে পূর্ণ মনোযোগ দিয়ে পারফরমেন্স করা সম্ভব নয়। তবে দেশের স্বার্থে যেকোনো খেলোয়াড় খেলতে রাজি আছে। কোন ফরম্যাটে কে খেলবে সে সিদ্ধান্ত খেলোয়াড়দের ওপর ছেড়ে দিয়েছেন বিসিবি সভাপতি।
নাজমুল হাসান পাপন বলেন, আমাদের এখন টানা খেলা। কোনো ব্রেক নাই। টেস্ট ফরম্যাটে একাধারে এতোগুলো খেলা আসলেই সবার পক্ষে সম্ভব নয়। তবে, টি-২০ হলে ভিন্ন কথা। টি-টোয়েন্টিতে মনোযোগ দিলে অন্য খেলায় খারাপ হওয়া অস্বাভাবিক কিছু না।