আগামী ১১ই মার্চ ঢাকাসহ সারাদেশের সব বিভাগীয় শহরে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ নেতা-কর্মীদের মুক্তি, বর্তমান সরকারের পদত্যাগসহ বিএনপির যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে নতুন কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গ্যাস-বিদ্যুতের দাম দফায় দফায় বাড়ানোর প্রতিবাদে এবং খালেদা জিয়ার মুক্তি ও ১০ দফা দাবিতে আজ (শনিবার) দুপুরে রাজধানীর উত্তরায় পদযাত্রা কর্মসূচির আগে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তিনি বলেন, ‘সবকিছুর দাম ঊর্ধ্বমুখী, নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, মানুষ হাহাকার করছে। সারাদেশের মানুষ খাদ্যের অভাবে পড়ে গেছে’।
তিনি বলেন, ‘মন্ত্রীরা বলছেন সংবিধান অনুযায়ী নির্বাচন হবে অথচ মানুষের ভোটের অধিকার নেই। অতীতে দেশের মানুষ কারচুপির নির্বাচনের নমুনা দেখেছে’। সরকার আবার পাতানো নির্বাচনের আয়োজন করতে যাচ্ছে। শেখ হাসিনার অধীনে নির্বাচন হলে ভোট নিরপেক্ষ হবে না বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
এসময় বিএনপির ১০ দফা দাবি আদায়ে আগামী ১১ই মার্চ সকল মহানগর ও জেলায় মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল।