শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৬:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নির্বাচন আয়োজনে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবি ফেসবুকে ফেক আইডি খুলে গুজব ছড়ানো হচ্ছে: উপদেষ্টা নাহিদ আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো : স্বরাষ্ট্র উপদেষ্টা এমন দেশ গড়তে চাই, যা নিয়ে দুনিয়ার সামনে গর্ব করা যায় : প্রধান উপদেষ্টা ময়মনসিংহে সাংবাদিককে কুপিয়ে হত্যা সংস্কার উদ্যোগ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা ‘আওয়ামী লীগ বিভাজনের রাজনীতি প্রতিষ্ঠা করেছে’ বিএনপি জামায়াতের আধিপত্য কায়েম চলবে না: নুর এই আন্দোলনের একমাত্র মাস্টারমাইন্ড তারেক রহমান : দুদু ‘শান্তিপূর্ণভাবেই পালিত হচ্ছে দুর্গাপূজা’ মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্নস্থানে বৃষ্টি হচ্ছে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা নিকারাগুয়ার নতুনভাবে প্রস্তুত হচ্ছে হিজবুল্লাহ বার্সেলোনার বিরুদ্ধে আগুয়েরোর মামলা বসনিয়া জয় জার্মানির, হাঙ্গেরিতে আটকে নেদারল্যান্ডস

১১৮৪ কোটি টাকা লোকসানের মুখে ভারতীয় ক্রিকেট বোর্ড

রিপোর্টারের নাম :
আপডেট : অক্টোবর ১৫, ২০২২
১১৮৪ কোটি টাকা লোকসানের মুখে ভারতীয় ক্রিকেট বোর্ড

২০২৩ আইসিসি ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে। এতে দেশটির সরকার কর ছাড় না দিলে ৯৫৫ কোটি রুপি লোকসানের মুখে পড়বে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। বাংলাদেশি মুদ্রা যার পরিমাণ প্রায় ১১৮৪ কোটি টাকা। দ্য হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

আগামী বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে গড়াবে ওডিআই বিশ্বকাপের ১৩তম আসর। ইতোমধ্যে লোকসানের পরিমাণ জানিয়ে রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনগুলোকে বার্তা পাঠিয়েছে বিসিসিআই।

আইসিসির নিয়মানুযায়ী, কোনও দেশ বিশ্বকাপ আয়োজন করলে সরকারের কাছ থেকে করছাড়ের অনুমতি নিতে হয়। যদি না পায়, সেক্ষেত্রে সেই অর্থ স্বাগতিক দেশের ক্রিকেট বোর্ডকে দিতে হয়। ফলে বিশ্বকাপ আয়োজন করতে আইসিসিকে কর দিতে হবে বিসিআইকে। আর সেই অর্থ বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা থেকে পাওয়া লভ্যাংশ থেকে পরিশোধ করতে হবে।

সাধারণত, খেলাধুলার বৈশ্বিক ইভেন্ট আয়োজনে করছাড় দেয় না ভারত সরকার। যে কারণে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করে নিজস্ব কোষাগার থেকে আইসিসিকে ১৯৩ কোটি রুপি দেয় বিসিসিআই। স্বাভাবিকভাবেই ৫০ ওভারের বিশ্বকাপ আয়োজন করতে ক্ষতির পরিমাণ অনেক বাড়বে।

ঘরের মাঠে বিশ্বকাপ আয়োজন করলে সম্প্রচারস্বত্বে লাভের ২১ দশমিক ৮৪ শতাংশ কর নেবে ভারতীয় সরকার। তবে তা কমিয়ে ১০ দশমিক ৯২ শতাংশ দিতে চাচ্ছে বিসিসিআই। এক্ষেত্রে আর্থিক লোকসানের পরিমাণ কমে দাঁড়াবে ৪৩০ কোটি রুপি। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কী হয়?


এ বিভাগের অন্যান্য সংবাদ