মেডিকেল বোর্ডের ছাড়পত্র নিয়ে ১৩ দিন পর এভারকেয়ার হাসপাতাল থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাসায় ফিরেছেন।
শুক্রবার (২৪ জুন) সন্ধ্যায় হাসপাতাল থেকে গুলশানের বাসা ফিরোজায় ফিরেন তিনি।
খালেদা জিয়ার চিকিৎসার জন্য নিয়োজিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী জানান, বেগম জিয়ার দুই সপ্তাহে আর হার্ট অ্যাটাক হয়নি, তাই কোভিড সংক্রমণের ঝুঁকি এড়াতে বাসায় পাঠানোর সিদ্ধান্ত। এদিকে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার বলেন, আগের চেয়ে ভালো আছেন তিনি।
এর আগে শুক্রবার (২৪ জুন) খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন, আজ বিকেলে ম্যাডামের কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এরপর তাকে বাসায় নেয়া হতে পারে। মূলত করোনা সংক্রমণ বাড়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ারে এতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে।
উল্লেখ্য, গত ১০ জুন গভীর রাতে হৃদরোগের সমস্যা নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। হার্টে রিং পরানোর পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে ১৫ জুন হাসপাতালের সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়।