শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৩:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ছয় বছরের জন্য নারী ফুটবল দলের স্পন্সর ‘ঢাকা ব্যাংক’ দেশের ফুটবল নিয়ে উঠছে ব্যর্থতার নানা প্রশ্ন চাহিদা থাকলেও ভিসা জটিলতায় পিছিয়ে আমিরাতে শ্রমিক নিয়োগ ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত কুয়াকাটা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, রোববার ঈদ চীন সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ভোটাধিকার হরণের চেষ্টা করলে বিএনপি আবার মাঠে নামবে: মির্জা ফখরুল সংস্কারের কথা বলে জনগণের সাথে লুকোচুরি খেলা হচ্ছে: রিজভী আগামীকাল ফ্রান্সে ঈদুল ফিতর ভারত-পাকিস্তান পবিত্র ঈদুল ফিতর ঘোষণা করেছে সোমবার সাইবার ট্রাইব্যুনালে হওয়া ৪১০টি মামলা প্রত্যাহার পরম শ্রদ্ধায় ড. ইউনূসকে বিদায় জানালো চীন ভূমিকম্পে মিয়ানমারে নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে জেলা প্রশাসকের বাংলো থেকে সংসদ নির্বাচনের সিল মারা ব্যালট উদ্ধার অস্ট্রেলিয়ায় ঈদ অনুষ্ঠিত হবে সোমবার

১৩ দিন পর হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া

রিপোর্টারের নাম :
আপডেট : জুন ২৪, ২০২২
১৩ দিন পর হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া

মেডিকেল বোর্ডের ছাড়পত্র নিয়ে ১৩ দিন পর এভারকেয়ার হাসপাতাল থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাসায় ফিরেছেন।

শুক্রবার (২৪ জুন) সন্ধ্যায় হাসপাতাল থেকে গুলশানের বাসা ফিরোজায় ফিরেন তিনি।

খালেদা জিয়ার চিকিৎসার জন্য নিয়োজিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী জানান, বেগম জিয়ার দুই সপ্তাহে আর হার্ট অ্যাটাক হয়নি, তাই কোভিড সংক্রমণের ঝুঁকি এড়াতে বাসায় পাঠানোর সিদ্ধান্ত। এদিকে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার বলেন, আগের চেয়ে ভালো আছেন তিনি।

এর আগে শুক্রবার (২৪ জুন) খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন, আজ বিকেলে ম্যাডামের কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এরপর তাকে বাসায় নেয়া হতে পারে। মূলত করোনা সংক্রমণ বাড়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ারে এতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে।

উল্লেখ্য, গত ১০ জুন গভীর রাতে হৃদরোগের সমস্যা নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। হার্টে রিং পরানোর পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে ১৫ জুন হাসপাতালের সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়।


এ বিভাগের অন্যান্য সংবাদ