বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ট্রাম্পকে শুভেচ্ছা জানালেন ড. ইউনূস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ট্রাম্পকে রাষ্ট্রপতির অভিনন্দন অতি আত্মবিশ্বাসী হওয়া ভালো নয়, দলীয় কর্মীদের তারেক রহমান ঐতিহাসিক জয়ে ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হলেন ট্রাম্প ট্রাম্পকে শুভেচ্ছা জানালেন জেলেনস্কিও, যুদ্ধ কী থামবে? ইইউ আপনার সাথে আছে, ইউনূসকে পাওলা পামপোলিনি বেসরকারি ব্যবস্থাপনায় হজের দু’টি প্যাকেজ ঘোষণা নিত্যপণ্য ও সারের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ আছে: অর্থ উপদেষ্টা চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ১৪ দলীয় মহাজোটের মুখপাত্র আমির হোসেন আমু গ্রেপ্তার ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের আহ্বান জামায়াত আমিরের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুতের সব চুক্তি বাতিল চেয়ে লিগ্যাল নোটিশ নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সালমান-আনিসুলসহ ৫ জনকে বছরের বাকি সময়েও বাড়বে ডেঙ্গুর প্রকোপ, সংক্রমণ-মৃত্যু বিনা শুল্কে গাড়ি আমদানি: ১৫ বছরে লোকসান ৫ হাজার কোটি টাকা

১৪ বছরে ৮.৮০ লাখ মানুষ সরকারি আইনি সহায়তা পেয়েছে: আইন মন্ত্রণালয়

বৃত্তান্ত প্রতিবেদন
আপডেট : এপ্রিল ২৭, ২০২৩

জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার মাধ্যমে ২০০৯ থেকে চলতি ২০২৩ সালের মার্চ পর্যন্ত ১৪ বছরে দেশের ৮,৭৯,৯২৯ জন মানুষ আইনি সহায়তা পেয়েছে বলে আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

২৮ এপ্রিল ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’উপলক্ষে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংস্থাটির ২০০৯ থেকে ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত কর্মকাণ্ডের তথ্য-পরিসংখ্যান সংবলিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০০৯ থেকে ২০২৩ সালের মার্চ পর্যন্ত জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার মাধ্যমে আইনি সহায়তাপ্রাপ্ত সর্বমোট উপকারভোগীর সংখ্যা ৮,৭৯,৯২৯ জন।

সংস্থাটি দেশব্যাপী আইনি সহায়তা কার্যক্রমের আওতায় ২০০৯ সাল থেকে মার্চ ২০২৩ পর্যন্ত ৩,৫৩,৬৫৬ জনকে আইনি পরামর্শ প্রদান করেছে।

একই সময়কালে সংস্থাটি ৮২,৫৮৮টি বিরোধ, মামলা এডিআর পদ্ধতিতে নিষ্পত্তি করেছে এবং মামলা, বিরোধের ক্ষতিগ্রস্ত পক্ষকে ১৩৪.৯০ কোটি টাকা আদায় করে দিয়েছে।

আইন মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—“বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ-বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন”।

জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৩’ উদযাপন উপলক্ষে আইন ও বিচার বিভাগ এবং জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার  উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।


এ বিভাগের অন্যান্য সংবাদ