১৫০টি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

- আপডেট সময় : ০২:৩৯:৩৫ অপরাহ্ণ, রবিবার, ১ মে ২০২২ ৩৭ বার পড়া হয়েছে
গাজীপুর -কালীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড মনসুরপুর গ্রামে ১৫০টি হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ হয়েছে।
আজ রবিবার বায়তুন নূর জামে মসজিদের সাধারণ সম্পাদক ও কালীগঞ্জ রিপোটার্স ইউনিটির আহবায়ক ইব্রাহিম খন্দকারের নিজ বাড়িতে মোসাম্মত হেনা আক্তারের সভাপতিত্বে ও রিপোটার্স ইউনিটির সদস্য সচিব মুহাম্মদ শফিকুল কবিরের সঞ্চালনায় ঈদ উপহার বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বায়তুন নূর জামে মসজিদের সভাপতি হামিদুল হক, বীর মুক্তিযোদ্ধা জামান মোড়ল,কালীগঞ্জ দলিল লেখক ও বেন্ডার সমিতির সহ-সভাপতি আঃ রসিদ মোক্তার, কালীগঞ্জ সাংবাদিক ক্লাবের সভাপতি মোহাম্মদ আল-আমীন, সাংবাদিক এসএম মাসুদ, আজগর পাঠান, পৌর আওয়ামী লীগ নেতা রতন আকন্দ, আরাফাত খন্দকার, মুকাতাদির,শাহনেওয়াজ,ছাদেক, আলী হোসেন খন্দকারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ঈদ উপহার অনুষ্ঠানে দোয়াও মোনাজাত পরিচালনা করেন বায়তুন নূর জামে মসজিদের খতিব মাওলানা কাজী মোহাম্মদ ফরিদ উদ্দিন।