১৫০ আসনে ভোট করতে নতুন ইভিএম জরুরী : ইসি

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:৫৫:০৪ অপরাহ্ণ, বুধবার, ৯ নভেম্বর ২০২২ ০ বার পড়া হয়েছে
আগামী বছরের জানুয়ারির ১৫ তারিখের মধ্যে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমের নতুন প্রকল্প অনুমোদন না হলে ১৫০ আসনে এই যন্ত্র ব্যবহার করে ভোট গ্রহণ সম্ভব হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।
বুধবার (৯ই নভেম্বর) দুপুরে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব জানান তিনি।
ইসি কমিশনার বলেন, শুধু ইভিএম মেশিন কিরলেই এর মাধ্যমে ভোট করা যাবে না। দক্ষ জনবল তৈরি করতে হবে যা ওই স্বল্প সময়ে প্রশিক্ষণ দিয়ে তৈরি করা সম্ভব হবে না।
প্রকল্পে অর্থের বরাদ্দ কমে গেলে নতুন করে ইভিএম কেনার চেয়ে রক্ষণাবেক্ষণে গুরুত্ব দিবে নির্বাচন কমিশন। তবে, এখন যতো ইভিএম আছে ভোটে সবগুলো ব্যবহার করা হবে। অর্থের অপচয় যাতে না হয় সেদিকে দৃষ্টি রেখেই সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান মো. আলমগীর।