প্রথম লেগে উড়ন্ত বায়ার্নকে মাটিতে নামিয়েছিল স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল। আর ফিরতি লেগেও লড়াইয়ে অনেকটা সময় প্রতিপক্ষকে বেঁধে রাখে তারা। সেই দেয়াল ভেঙে বায়ার্নকে পথ দেখান লেভান্ডভস্কি, কিন্তু শেষ রক্ষা হয়নি। শেষ দিকের গোলে জার্মান চ্যাম্পিয়নদের আশা গুঁড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে স্প্যানিশ দলটি।
ইউরোপা লিগের জাদু এবার চ্যাম্পিয়ন্স লিগে দেখালেন উনাই এমেরি। ১৬ বছরে প্রথমবার সেমিতে ভিয়ারিয়াল। আলিয়াঞ্জ অ্যারেনায় বল পজিশন, অন টার্গেট শট সব কিছুতেই এগিয়ে ছিল বায়ার্ন মিউনিখ। তবে এমেরির মাস্টার ক্লাসে পরাস্ত জামাল মুসিয়ায়াল, লেভান্ডভস্কিরা।
দ্বিতীয়ার্ধে ডেডলক ভাঙেন রবার্ট লেভান্ডভস্কি। মৌসুমে সর্বোচ্চ ১৩ গোল পোলিশ তারকার।
ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে এগুচ্ছিলো তখনই স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে দেন বদলি হিসেবে নামা স্যামুয়েল চুকওয়েজে।
দুই লেগে অন টার্গেটে ভিয়ারিয়ালের দুই শটেই ছিটকে গেল ছয়বারের ইউরোপ সেরা বাভারিয়ানরা। সেমি-ফাইনালে লিভারপুল অথবা বেনফিকার মুখোমুখি হবে উনাই এমেরির দল।