বৃত্তান্ত প্রতিবেদক: আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত মাঠ প্রশাসনে কর্মরত তৃতীয় শ্রেণীর কর্মচারীদের পদ-পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নিত করণের প্রস্তাব ও ব্যাখ্যা বাস্তবায়নে অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে আহ্বান জানানো হয়েছে।
শনিবার (৪ সেপ্টম্বর) জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) সভাপতি আকবর হোসেন এ দাবি জানান। জনপ্রশাসন ও ভূমি মন্ত্রণালয়ের অধীনস্ত তৃতীয় শ্রেণির কর্মচারীদের সম্মিলিত বাকাসস।
আকবর হোসেন বলেন, দাবি না মানা হলে ১৮ সেপ্টেম্বর আবারো সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
তিনি বলেন, পদ-পদবী পরিবর্তন, বেতন গ্রেড উন্নীত না করা, একই পদে দীর্ঘদিন চাকরি করে অবসর গ্রহণ এবং বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়ার প্রতিকার চেয়ে ।
সংবাদ সম্মেলনে বাকাসস কেন্দ্রীয় কমিটির মহাসচিব আনোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি মকবুলুর রহমান, সহ-সভাপতি আব্দুল মান্নান মিজি, নেছার আহম্মেদ তফদার ও মো. মজিবর রহমান, অতিরিক্ত মহাসচিব শেখ হাফিজুর রহমান, শরিফুল ইসলাম, যুগ্ম মহাসচিব আব্দুল বারেক মোল্লা ও বিভাগীয় কমিশনার কার্যালয় কর্মচারী সমিতির মহাসচিব কাজী মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।