শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৭০ ‘দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকুন’ রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত ২২ বিচারপতির সাক্ষাৎ কাজী নজরুল ইসলামকে ‘জাতীয় কবি’ ভূষিত করে প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তাব অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায়: প্রেস সচিব মানি লন্ডারিংয়ের মামলা থেকে খালাস পেলেন মামুন হিন্দু-মুসলমান দাঙ্গা সৃষ্টিতে উসকানিদাতার পক্ষে ভারত: ফারুক সংস্কার লাগবে, তবে বাকশালের মতো কিছু যেন না হয়: মঈন খান শেখ হাসিনার ‘বিদ্বেষমূলক’ বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা পার্শ্ববর্তী দেশের উসকানি গোটা জাতি ধরে ফেলেছে’ শৃঙ্খলা ভঙ্গ করলে কোনো ছাড় নয়: আইজিপি ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত: স্বরাষ্ট্র উপদেষ্টা ৭ ম্যাচ পর জিতল ম্যানসিটি সালাহ শো শেষেও পয়েন্ট খোয়াল লিভারপুল ফরাসি পার্লামেন্টে আস্থাভোটে মাক্রোঁপন্থি সরকারের পতন

১৯ বলে ওমানকে হারিয়ে রেকর্ড গড়ল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
আপডেট : জুন ১৪, ২০২৪
১৯ বলে ওমানকে হারিয়ে রেকর্ড গড়ল ইংল্যান্ড

বিশ্বকাপে প্রথম জয়টি তুলে নিতে ইংল্যান্ড এর লাগলো কেবল ১৯ বল। ওমানকে মাত্র ৪৭ রানে অল আউট করার পর তারা জয় তুলে নিয়েছে মাত্র ১৯ বল খেলেই। বৃহস্পতিবার (১৩ জুন) বিশ্বকাপের ‘বি’ গ্রুপের ম্যাচে ১০১ বল হাতে রেখে ওমানের বিপক্ষে ৮ উইকেটের বড় জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। এ জয়ে বিশ্বকাপের মঞ্চে তারা গড়েছে নতুন রেকর্ড। সবচেয়ে বেশি বল হাতে রেখে ম্যাচ জয়ের রেকর্ড।

টস হেরে আগে ব্যাট করতে নেমে জোফরা আর্চার ও মার্ক উডের গতির সামনে দাঁড়াতেই পারেনি ওমান। লেজ ভাঙার কাজটি করেন আদিল রশিদ। ৪ ওভারে স্রেফ ১১ রান দিয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন এই লেগ স্পিনার। এছাড়া সমান ১২ রানে তিনটি করে উইকেট নেন উড ও আর্চার। ১৩.২ ওভারে ৪৭ রানে গুটিয়ে যাওয়া ওমানের হয়ে সর্বোচ্চ ১১ রান করেন শোয়েব খান।

স্বল্প লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংস শুরুর প্রথম দুই বলেই ছক্কা হাঁকান ফিল্ট সল্ট। তবে তৃতীয় বলে তাকে বোল্ড করে ফেরান বিলাল খান। দ্বিতীয় ওভারে কলিমুল্লাহকে তুলতে মারতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন ৭ বলে ৫ রান করা উইল জ্যাকস। পরের ওভারে ৪ চার ও ১ ছক্কায় ২২ রান তুলে নেন বাটলার। আর চতুর্থ ওভারের প্রথম বলে চার হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন জনি বেয়ারস্টো। এদিন ৮ বলে ২৪ রানে অপরাজিত থাকেন বাটলার।


এ বিভাগের অন্যান্য সংবাদ