২০০০-এর বেশি বাংলাদেশি শ্রমিক নিতে প্রস্তুত মালয়েশিয়া। ভেরিফিকেশন শেষেই দেশটিতে যেতে পারবেন তারা। গেলেই সেখানে মিলবে কাজের সুযোগ।
মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, কিছু কারিগরি জটিলতায় দেশটিতে বাংলাদেশি শ্রমিকদের নিয়োগ বিলম্বিত হচ্ছিল। ইতোমধ্যে সেসব সমস্যা কেটে গেছে। মালয়েশিয়ার প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য স্টারের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, আগ্রহী নিয়োগকর্তা-যারা এরই মধ্যে কর পরিশোধ করেছেন এবং বাংলাদেশি শ্রমিক নিয়োগ করতে ইচ্ছুক, ওয়ার্ক ভিসা ডকুমেন্টেশন ও কর্মসংস্থান নিশ্চিত করতে বাংলাদেশ হাইকমিশনে আবেদনপত্র পাঠাতে পারে তারা।
তবে নিরাপত্তা ও স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরই কেবল মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন বাংলাদেশি শ্রমিকরা। এক্ষেত্রে দেশটির অভিবাসন ডিপার্টমেন্ট ন্যূনতম যেসব চাহিদা চাইবে, সেগুলো পূরণ করতে হবে।
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে ২৫টি এজেন্সি জড়িত। এর মধ্যে ১৫টির ভেরিফিকেশন সম্পন্ন হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাকি ১০টির যাচাই-বাছাই প্রক্রিয়া শেষ হবে।