মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ১২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গুমের ঘটনা তদন্তে জাতিসংঘের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা বিতর্কিত তিন নির্বাচনে জড়িতদের ভূমিকা তদন্তে কমিটি গঠনের নির্দেশ করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৫ বাংলায় কথা বললেই বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে: মমতা বন্দ্যোপাধ্যায় নারী বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে-কোথায় ১ লাখ ৮২২ জন শিক্ষক নিয়োগে এনটিআরসিএর গণবিজ্ঞপ্তি ইরান-ইসরায়েল সংঘাত: বিশ্ববাজারে বাড়ল তেলের দাম ৬ দিনে যমুনা সেতুর টোল আদায় ১৬ কোটি ৭৯ লাখ টাকা আগামী একমাসের মধ্যে গুম বিষয়ক আইন করা হবে: আইন উপদেষ্টা ঈদে সড়কে ৩৯০ জন নিহত, দুর্ঘটনা বেড়েছে ২২ শতাংশ ‘লন্ডন বৈঠকের পর দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন হয়েছে’ ‘লন্ডনের সিদ্ধান্ত বাস্তবায়নে সরকার ও ইসি যৌথভাবে কাজ শুরু করবে’ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিপক্ষ যারা ক্লাব বিশ্বকাপে রেকর্ডগড়া জয় বায়ার্নের

২০২০ সালে কার্বন নিঃসরণ রেকর্ড সর্বোচ্চ ৭ শতাংশ কমেছে : জরিপ

রিপোর্টারের নাম :
আপডেট : ডিসেম্বর ১১, ২০২০

কোভিড-১৯ মহামারিকালে লকডাউন এবং যোগাযোগ ও চলাচলের বিধিনিষেধের কারণে ২০২০ সালে কার্বন নিঃসরণ রেকর্ড ৭ শতাংশ কমেছে। গ্লোবাল কার্বন প্রজেক্ট শুক্রবার তাদের বার্ষিক জরিপে এ কথা জানায়।
জরিপ অনুযায়ী এ পর্যন্ত সর্বোচ্চ আনুমানিক ২.৪ বিলিয়ন নিঃসরণ কমেছে। এর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে ০.৯ বিলিয়ন টন অথবা ২০০৯ সালের অর্থনৈতিক মন্দার সময় ০.৫ বিলিয়ন টন নিঃসরণ কমে যায়।
আন্তর্জাতিক গবেষক টিমের রিপোর্টে বলা হয়, জৈবজ্বালানি ও শিল্পকারখানা থেকে চলতি বছরে ৩৪ বিলিয়ন টন কার্বন নিঃসরণ হয়েছে। এ বছর সবচেয়ে বেশী যুক্তরাষ্ট্রে (১২ শতাংশ ) এবং ইউরোপিয়ান ইউনিয়নে (১১শতাংশ) কার্বন নিঃসরণ কমেছে।
যদিও বেইজিং অর্থনৈতিক পরাশক্তি হিসাবে অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রচেষ্টায় চীনে ২০২০ সালে মাত্র ১.৭ শতাংশ কার্বন নিঃসরণ হ্রাস পেতে পারে।
বৈশ্বিক কার্বন নিঃসরণ হ্রাসে বড় অংশের অবদান পরিবহন খাতের,এপ্রিলে কোভিড-১৯ মহামারির প্রথম ধাপে যাতায়াত ও পরিবহন অর্ধেকে নেমে আসায় এই নিঃসরণ কমে যায়।
ডিসেম্বর নাগাদ বিমান চলাচল ৪০ শতাংশ কমে যাওয়ায় এবং সড়ক পরিবহন ১০ শতাংশ কমে যাওয়ায় কার্বন নিঃসরণ হ্রাস পায়।
শিল্পকারখানা থেকে মোট বৈশ্বিক নিঃসরণের ২২ শতাংশ হ্রাস পেয়েছে,কড়া লকডাউনের কারণে কিছুকিছু দেশে ৩০ শতাংশ নিঃসরণ হ্রাস পেয়েছে।
তবে বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, ২০২১ সালে নিঃসরণ পুনরায় দ্রুত বৃদ্ধি পেতে পারে।


এ বিভাগের অন্যান্য সংবাদ