বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম পুতুল, টিউলিপসহ সাতজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মেয়াদ ৪ বছর করার সুপারিশ ‘দুইবারের বেশি একই ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবেন না’ সংস্কার প্রতিবেদনের ভিত্তিতেই নির্বাচন: প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে জামায়াত আমিরের সৌজন্য সাক্ষাৎ আইনশৃঙ্খলা বা‌হিনীর যারা বাড়াবাড়ি করেছে তাদের ধরা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা নেতৃত্বদানে অগ্নিপরীক্ষার সামনে ডোনাল্ড ট্রাম্প উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশে তাসকিন বদলি তারকার গোলে লিভারপুলের ড্র দুই গোলে এগিয়ে থেকেও জয়হীন ম্যানসিটি ছাগলকাণ্ডে জড়িত মতিউর ও তার স্ত্রী গ্রেপ্তার ‘ডেসটিনির এমডি রফিকুলের মুক্তিতে বাঁধা থাকছে না’ অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া ও তারেকসহ সব আসামি খালাস

২০২৩ সাল পর্যন্ত লিভারপুলেই থাকছেন মিলনার

রিপোর্টারের নাম :
আপডেট : জুন ৭, ২০২২
২০২৩ সাল পর্যন্ত লিভারপুলেই থাকছেন মিলনার

লিভারপুলের সাথে আরো এক বছরের জন্য চুক্তি নবায়ন করেছেন মিডফিল্ডার জেমস মিলনার। প্রিমিয়ার লিগর ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

জুনের পর এ্যানফিল্ডের সাথে মিলনারের বর্তমান চুক্তি মেয়াদ শেষ হয়ে যাবে। সে কারনে তিনি ইতোমধ্যেই ফ্রি ট্রান্সফারে পরিনত হয়েছিলেন। কিন্তু আরো এক বছর রেডদের সাথেই কাটিয়ে দেবার সিদ্ধান্ত নিয়েছেন অভিজ্ঞ এই ইংলিশ মিডফিল্ডার।
এ সম্পর্কে ৩৬ বছর বয়সী মিলনার ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে বলেছেন, ‘আরো এক বছর এখানে থাকতে পেরে আমি দারুন খুশী। আমি কখনই এই ক্লাবের পক্ষে খেলাটাকে অন্য চোখে দেখিনি এবং সেটা আমি কখনো করবোও না। এটা আমার কাছে সত্যিকার অর্থেই বিশেষ এক অনুভূতি। একইসাথে দারুন গুরুত্বপূর্ণ। কারন এর মাধ্যমে আমার মধ্যে বিশ্বাস জন্মেছে যে এখনো ক্লাব আমার উপর আস্থা রেখেছে। রেডদের জার্সি গায়ে এখনো অবদান রাখার ক্ষমতা আমার আছে। চুক্তি নবায়নের বিষয়টি আমার কাছে সত্যিই অনেক বড় এক অর্জন। গত মৌসুমটা পুরো ক্লাবের দুর্দান্ত কেটেছে। যদিও প্রত্যাশানুযায়ী সবগুলো টুর্নামেন্ট শেষ করা যায়নি। কিন্তু তারপরেও আমি মনে করি এর মাধ্যমে আমাদের সকলের মধ্যে সাফল্যের ক্ষুধাটা আরো বেড়ে গেছে। সবকিছুর পরে একটি অসাধারণ ক্লাবের সাথে এত দীর্ঘ সময় থাকতে পেরে আমি গর্বিত। এখন আমার সাথে ক্লাবের নতুন চুক্তি হয়ে গেছে। আমি এখন অন্য সকলের সাথে সামনের মৌসুমের জন্য মুখিয়ে আছি। নতুন করে মনোনিবেশ করে মাঠে ফিরতে চাই। লিভারপুলের ড্রেসিংরুমটা দুর্দান্ত, এখানকার অংশ হতে পারাটাও ভিন্ন কিছু।

২০১৫ সালে লিভারপুলে যোগ দিয়েছিলেন মিলনার। এ পর্যন্ত ক্লাবের হয়ে ১৮৯টি ম্যাচ খেলেছেন। প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগসহ জিতেছেন ৬টি বড় শিরোপা।

লিভারপুলের ম্যানেজার জার্গেন ক্লপ বলেছেন, ‘এই খবরে আমি সত্যিই দারুন খুশী। এটা আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। জেমসের নেতৃত্বে দক্ষতা অসাধারন। ড্রেসিং রুমে তার প্রভাবও অনেকাংশেই ভিন্ন একটি আবহ তৈরী করে। অবশ্যই সেটা যৌক্তিক ও সঠিক পন্থায়। মাঠে তার গুনাবলী কেউই এড়িয়ে যেতে পারেনা। এই বয়সে এসেই সর্বোচ্চ পর্যায়ে সে দলের জন্য অবদান রেখে চলেছে। সোজা কথায় আমরা তাকে হারাতে চাইনা। তার পেশাদারীত্ব যে কোন খেলোয়াড়ের জন্য অনুকরনীয় হতে পারে। আরো এক বছর সে আমাদের সাথে থাকছে, স্বাভাবিক ভাবেই আমি দারুন খুশী। আশা করছি আরো বেশীদিন আমরা তাকে ধরে রাখতে পারবো।’


এ বিভাগের অন্যান্য সংবাদ