শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৪:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
‘বিমানের টিকিটের দাম বাড়ানোর সুযোগ আর নেই’ এবার মোদিকে যে সতর্কবার্তা দিলেন ট্রাম্প যারা হত্যা-লুটপাটে জড়িত নন, তাদের রাজনীতিতে বাধা নেই: রিজভী ঈদের আগেই ক্রেতাশূন্য বাজার, চালের সঙ্গে মুরগিও চড়া বিমসটেক সম্মেলনের ফাঁকে ইউনূস-মোদি বৈঠকের উদ্যোগ ঝলমলে আলোকসজ্জায় ফুটে উঠেছে ঈদের আমেজ আ. লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক: আসিফ মাহমুদ আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না: জামায়াত আমির আওয়ামী লীগকে পুনর্বাসনে চাপ দেওয়া হচ্ছে: হাসনাত আব্দুল্লাহ চীনের সঙ্গে যুদ্ধের গোপন পরিকল্পনা আমেরিকার গাজায় ৩ দিনে নিহত প্রায় ৬০০, চলছে স্থল অভিযান ইসরায়েলে হামাসের রকেট হামলা, তেল আবিবে সাইরেন এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী একরেমকে গ্রেপ্তারের পর উত্তাল তুরস্ক বাড়ছে বিক্ষোভ, নিরাপত্তা প্রধানকে সরিয়ে দিলেন নেতানিয়াহু শেষ মুহূর্তের গোলে রোমাঞ্চকর জয় ব্রাজিলের

২০২৫ সালের তাপমাত্রা নিয়ে আশঙ্কা বিশ্ব আবহাওয়া সংস্থার

অনলাইন ডেস্ক
আপডেট : জানুয়ারি ৬, ২০২৫
২০২৫ সালের তাপমাত্রা নিয়ে আশঙ্কা বিশ্ব আবহাওয়া সংস্থার

নতুন বছর শুরু হতেই ২০২৫ সালের তাপমাত্রা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব আবহাওয়া সংস্থা। বলা হচ্ছে, গত বছরের মতো তাপমাত্রা বৃদ্ধির ধারা এ বছরও থাকতে পারে। এমনকি ইতিহাসের ৩টি উষ্ণতম বছরের একটি ২০২৫ সাল হতে যাচ্ছে বলেও সতর্ক করা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সদ্য বিদায় নেয়া ২০২৪ সালে তীব্র গরমে নাকাল ছিল বিশ্ববাসী, তাপমাত্রার পারদ চড়েছে রেকর্ড পরিমাণে। এমনকি ২০২৪ সালকে সবচেয়ে উষ্ণ বছর হিসেবে আখ্যা দিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা। এবার ২০২৫ সালের শুরুতেই একই আশঙ্কা সংস্থাটির। সতর্ক করে জানালো, ২০২৪-এর মতো বাড়তি তাপমাত্রা এ বছরও থাকতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, এ বছর গ্রিন হাউজ গ্যাসের মাত্রা আরও বাড়বে, যা ভবিষ্যতে উষ্ণায়ন বাড়িয়ে দেবে। একই আশঙ্কার কথা জানিয়েছে ব্রিটেনের আবহাওয়া অফিস। সংস্থাটি বলছে, ২০২৫ সাল, হতে চলেছে ইতিহাসের তিনটি উষ্ণতম বছরের একটি। আশঙ্কা, ২০২৩ ও ২০২৪ সালের মতো এ বছরও তীব্র গরম অনুভূত হতে পারে।

তবে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলছেন, বিশ্বের সব মানুষের জন্য শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সুস্থ ভবিষ্যৎ তৈরির চেষ্টা চলতেই থাকবে। এতে সুর মিলিয়েছেন বিশ্ব আবহাওয়া সংস্থাও।

ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন এবং ক্লাইমেট সেন্ট্রালের একটি প্রতিবেদন বলছে, ২০২৪ সালে ২৯টি চরম আবহাওয়ার ঘটনার মধ্যে ২৬টিই ছিল মারাত্মক পর্যায়ে। আর এর প্রভাবে মৃত্যু হয়েছে ৩ হাজার ৭০০ মানুষের। এছাড়া ঘরবাড়ি হারিয়েছে কয়েক লাখ মানুষ।


এ বিভাগের অন্যান্য সংবাদ