আগামী ২০২৫ সালে রেকর্ড সংখ্যক পাঁচ লাখ অভিবাসীকে কানাডায় স্থায়ীভাবে বসবাসের কথা জানিয়েছে দেশটির অভিবাসনমন্ত্রী শন ফ্রেজার। তীব্র শ্রমিক সংকট মোকাবেলায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়।
আগামী ২০২৫ সালে রেকর্ড পাঁচ লাখ অভিবাসীকে কানাডায় স্থায়ীভাবে বসবাসের (পিআর) জন্য স্বাগত জানানোর পরিকল্পনা করা হয়েছে বলে জানান দেশটির অভিবাসনমন্ত্রী শন ফ্রেজার।
রয়টার্স জানায়, ২০২৩ সালে কানাডা চার লাখ ৬৫ হাজার নতুন অভিবাসীকে সেদেশে স্থায়ীভাব বসবাসের অনুমতি দেবে বলে আশা করা হচ্ছে। তাদের আগের লক্ষ্যমাত্রার তুলনায় যা ৪ শতাংশ বেশি। পরের বছর ২০২৪ সালে লক্ষ্যমাত্রার চেয়ে সাড়ে ৭ শতাংশ বেশি অর্থাৎ চার লাখ ৮৫ হাজার অভিবাসীকে পার্মানেন্ট রেসিডেন্ট (পিআর) দেয়ার পরিকল্পনা করা হয়েছে।
ফ্রেজারের বরাতে রয়টার্স জানায়, ‘এ বছর আরো অধিক অভিবাসীকে স্বাগত জানানোর পরিকল্পনা ব্যবসায়ীদের তাদের প্রয়োজন অনুযায়ী শ্রমিক খুঁজে পেতে সাহায্য করবে।’
সংঘাত, যুদ্ধ বা অন্যান্য নৃশংসতা থেকে প্রাণরক্ষা করতে দেশে ছেড়ে পালিয়ে যাওয়া শরণার্থীদের আশ্রয় দেওয়ার যে প্রতিশ্রুতি কানাডা দিয়েছে তা পূরণে তাদের নতুন এই লক্ষ্যমাত্রা সাহায্য করবে বলেও মনে করেন অভিবাসনমন্ত্রী ফ্রেজার।