সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
‘সংবিধান সংশোধন নাকি পুনর্লিখন সিদ্ধান্ত নেবে সংসদ’ ‘জামায়াত ক্ষমতায় আসলে লুটপাট বন্ধ হবে’ শেখ হাসিনা সরকারের আমলে বিএসএফের গুলিতে নিহত ৫৭৯ বাংলাদেশি ভোলায় সাড়ে ৬ লাখ কোটি টাকার গ্যাসের সন্ধান সরকারি চাকরিতে বঞ্চিতদের জন্য বিশেষ কমিটি গঠন কোস্টগার্ডকে আন্তরিক হয়ে কাজ করার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার আজ ছুটির দিনেও ১৪০০ কারখানা খোলা ন্যায্য মূল্যে না পেয়ে লোকসান গুণছেন চাষিরা চালু হচ্ছে মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন, খুলছে না মিরপুর-১০ জশনে জুলুসে জনতার ঢল আমেরিকায় রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই: বাইডেন ট্রাম্পের গলফ কোর্সে হামলাকারী কে এই রুথ? আবারো হত্যাচেষ্টার শিকার ট্রাম্প, সন্দেহভাজন আটক উত্তর কোরিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক বাড়াচ্ছে রাশিয়া বেকার পড়ে আছে ৪০০ কোটি টাকার ওয়াগন

২০২৭ সাল পর্যন্ত পিএসজিতে নেইমার

রিপোর্টারের নাম :
আপডেট : জুলাই ২, ২০২২
২০২৭ সাল পর্যন্ত পিএসজিতে নেইমার

ব্রাজিলিয়ান তারকা নেইমারের ২০২৫ পর্যন্ত পিএসজিতে চুক্তি থাকলেও নতুন কোচের অধীনে নতুন প্রজেক্টে তার থাকা অনিশ্চিত বলেই খবর বেরিয়েছিল। বার্সেলোনায় তিনি ফিরতে পারেন- এমন কথাও জোরালোভাবেই শোনা গিয়েছিল। চেলসি এবং জুভেন্টাসও তাকে দলতে নিতে আগ্রহী ছিল।

তবে সবাইকে অবাক করে দেয়ার মতো তথ্যই এবার জানা গেল। যাকে বিক্রি করা হবে বলে সবাই ধরে নিয়েছিল, সেই নেইমারের সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করে ফেলেছে পিএসজি। নতুন চুক্তি অনুযায়ী প্রতি বছর ব্রাজিলিয়ান ওয়ান্ডার বয়ের বেতন হবে ২৪ মিলিয়ন পাউন্ড।

নেইমারের সঙ্গে চুক্তি নবায়নের পরও একটি স্প্যানিশ গণমাধ্যম দাবি করেছে, নেইমারের এমন পদক্ষেপ নেয়াকে সম্ভবত পিএসজি সভাপতি নাসের আল-খেলাইফিকে হতাশ করবে। কারণ ফ্রেঞ্চ ক্লাবটির নেতারা নেইমারকে বিক্রি করতে আগ্রহী।

এরপরও নেইমার ঠিক কী কারণে পার্ক ডে প্রিন্সেসে থেকে যেতে পারছেন, সেই প্রেক্ষাপট টানতে গেলে পেছনের ঘটনা অবতারণা করতে হবে। ২০১৭ সালে ২২২ মিলিয়ন ইউরো দিয়ে ৩০ বর্ষী ফুটবলারকে কিনে ট্রান্সফার ফির বিশ্বরেকর্ড গড়েছিল পিএসজি। লিগ ওয়ান চ্যাম্পিয়নদের সঙ্গে নেইমারের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৫ পর্যন্ত ছিল। সেই চুক্তির একটি ধারা সক্রিয় হয়ে যাওয়ার কারণে তার প্যারিসে থাকার মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত বেড়ে গেল।

ফরাসি একটি গণমাধ্যম তাদের প্রতিবেদনে জানিয়েছে, চুক্তিতে উল্লেখ ছিল ২০২২ সালের গ্রীষ্ম মৌসুম পর্যন্ত চুক্তির মেয়াদ পূর্ণ হওয়ার পর পিএসজিতে তার মেয়াদ আরও স্বয়ংক্রিয়ভাবে দুই বছরের জন্য বাড়বে। চলতি বছরের ১ জুলাই থেকে তা কার্যকর হয়ে গেছে।

গত মৌসুমে পিগ ওয়ানে ২২ ম্যাচে ১৩টি গোল করেছিলেন এই ফরোয়ার্ড। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে গোড়ালির ইনজুরিতে তিনি ভুগেছিলেন। তাই বেশ কয়েকটি ম্যাচে তিনি খেলতে পারেননি। আগামী দিনগুলোতে ফিটনেস ঠিক রাখার পাশাপাশি পারফর্ম করার চ্যালেঞ্জটা তাই নেইমারের সামনে থাকছে।


এ বিভাগের অন্যান্য সংবাদ