মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
‘ভারতের কারণে উত্তরাঞ্চলের লাখো-কোটি জনগণ দুর্বিষহ জীবন পার করছে’ এটিএম আজহারকে মুক্তি না দিলে রাজপথেই সমাধান: জামায়াত আমির সরকার চাইলে তিস্তায় প্রকল্প বাস্তবায়নে প্রস্তুত চীন : রাষ্ট্রদূত মালয়েশিয়ান হাইকমিশনারের সঙ্গে এবি পার্টি নেতাদের সৌজন্য সাক্ষাৎ তাপমাত্রা ও বৃষ্টিপাত নিয়ে যা জানালো আবহাওয়া অফিস তিস্তায় নেমে ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদ শেখ হাসিনাকে ফেরত পাঠানোর পক্ষে ভারতীয়রা পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাতিল করে প্রজ্ঞাপন দুর্নীতি কমাতে ডিসিদের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক নির্দিষ্ট সরকারকেন্দ্রিক হওয়া উচিত নয়’ ‘জুলাই গণহত্যার কারিগরদের বিচার করতে পারলেই সফলতা আসবে’ ডিসিদের আওয়ামী আমলের মানসিকতা পরিহারের আহ্বান ট্রাইব্যুনালে আ.লীগের সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৬ আসামি সেনা প্রত্যাহারের চুক্তি ভঙ্গ, ইসরাইলকে হিজবুল্লাহর হুমকি দুই মাদ্রিদকে টপকে লা লিগার শীর্ষে বার্সেলোনা

২২২ রানে পিছিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে লঙ্কানরা

রিপোর্টারের নাম :
আপডেট : মে ২৪, ২০২২

বাংলাদেশের থেকে প্রথম ইনিংসে ২২২ রানে পিছিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছেন লঙ্কানরা। আগামীকাল বুধবার (২৫ মে) ম্যাচের তৃতীয় দিন দিমুথ করুনারত্নে ৭০ এবং কাসুন রাজিথা (০*) রান নিয়ে আবারও ব্যাটিং নামবেন লঙ্কান ব্যাটসম্যানরা।

দ্বিতীয় সেশনের শুরুতে ব্যাট করতে নেমে বিপদে পড়েছিলো শ্রীলঙ্কা। ইনিংসের প্রথম ওভারেই ওপেনার ওসাধা ফার্নান্দোর বিপক্ষে কট বিহাইন্ডের আবেদনে সড়া দেন আম্পায়ার। রিভিউ নিয়ে বেঁচে যান ওশাধা। এরপর যত সময় গড়িয়েছে ততোই ম্যাচের দখল নিয়েছে শ্রীলঙ্কা দল।

যদিও ইনিংসের ১৫তম ওভারে আরেকটি সুযোগ পেলেও এই যাত্রায়ও ভাগ্য সঙ্গ দিলো না। তখন ৩৯ রানে ব্যাট করছিলেন ওশাধা। পরে ১৮তম ওভারে সেই ওশাদার ফিরতি ক্যাচ হাত ফসকে গেছে সাকিব আল হাসানের। তখন ৪৩ রানে ব্যাট করছিলেন এই ওপেনার। ২০তম ওভারে সাকিবকে ছক্কা মেরেই ক্যারিয়ারের পঞ্চম ফিফটির দেখা পান ওশাধা।

চা বিরতির আগে ২২ ওভার ব্যাট করার সুযোগ পেয়ে বিনা উইকেটে ৮৪ রান তুলেছে শ্রীলঙ্কা। ওশাধা ৫২ ও করুনারত্নে ৩১ রানে অপরাজিত ছিলেন। চা বিরতির পর ইনিংসের ওশাদাকে সাজঘরে ফেরানোর পেসার এবাদত হোসেন।

দিনের সুযোগ কাজে লাগিয়ে করুনারত্নে নিজের টেস্ট ক্যারিয়ারের ২৯তম অর্ধশতক তুলে নেন। তবে শেষ বিকালে বাংলাদেশ দলের স্বস্তি এনে দেন সাকিব। লেগ বিফোর ফাঁদে পড়ে ৪৯ বল খেলে ১১ রানে সাজঘরে ফিরেন কুশল।

ঢাকা টেস্টে দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কা ৪৬ ওভার ব্যাট করে ২ উইকেট হারিয়ে ১৪৩ রান নিয়ে তৃতীয় দিন শুরু করবেন ৭০ রানে অপরাজিত থাকা লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে। তার সঙ্গী হবেন নাইট ওয়াচম্যান কাসুন রাজিথা (০*)। প্রথম ইনিংসে লঙ্কানদের থেকে ২২২ রানে এগিয়ে বাংলাদেশ।

এর আগে ৯ উইকেট হারিয়ে ৩৬১ রানে মধ্যাহ্নভোজের বিরতিতে যায় বাংলাদেশ দল। শূন্য রানে থাকা এবাদত হোসেনকে নিয়ে নিজে ১৭১ রানের অপরাজিত থেকে আবার ব্যাটিং শুরু করেন মুশফিকুর রহিম। তবে ডাবল সেঞ্চুরির দেখা পাননি তিনি। ধ্যাহ্নভোজের বিরতির পর ২০ বল খেলে শেষ উইকেট হারায় স্বাগতিক বাংলাদেশ। রানের খাতা খোলার আগে রান আউটের শিকার হন এবাদত হোসেন। মুশফিক অপরাজিত ১৭৫ রানে।


এ বিভাগের অন্যান্য সংবাদ