ঈদুল ফিতর সামনে রেখে এবার আগাশী ২৩ এপ্রিল থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে। কাউন্টারের পাশাপাশি প্রতিবছরের ন্যায় এ বছর অনলাইনেও টিকিট পাওয়া যাবে।
সোমবার (১১ এপ্রিল) বাংলাদেশ রেলওয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৩ এপ্রিল বিক্রি হবে ২৭ এপ্রিলের টিকিট। ২৪ এপ্রিল মিলবে ২৮ এপ্রিলের, ২৫ এপ্রিল ২৯ এপ্রিলের, ২৬ এপ্রিল মিলবে ৩০ এপ্রিলের এবং ২৭ এপ্রিল পাওয়া যাবে ১ মের টিকিট।
চাঁদ দেখা সাপেক্ষে ২ মে ঈদ হবে ধরে নিয়ে টিকিট বিক্রির এ সময়সূচি নির্ধারণ করেছে রেলওয়ে। রোজা ৩০টি হলে ৩ মে হবে ঈদ। এক্ষেত্রে ২৮ এপ্রিল বিক্রি হবে ২ মের ট্রেনের টিকিট।
আর ঈদের পর ফিরতি যাত্রা শুরু হবে ৫ মে থেকে। সেদিনের ট্রেনের আগাম টিকিট বিক্রি হবে ১ মে। ঈদযাত্রার বিক্রি হওয়া টিকিট ফেরত নেওয়া হবে না।
রেলওয়ে আরও জানিয়েছে, এবার যাত্রী পরিবহণ সক্ষমতা বাড়াতে ৯৩টি অতিরিক্ত বগি যুক্ত করা হবে। নিয়মিত ১০২টি আন্তঃনগর ট্রেনের সঙ্গে বিশেষ ছয় জোড়া ট্রেন চলবে।
যাত্রীসেবা বাড়াতে ২৫ এপ্রিল থেকে সব ট্রেনের সাপ্তাহিক ছুটি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।