শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বর্তমান সরকারকে সময় দিতে হবে: মির্জা ফখরুল সাবিনাদের দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা বাফুফের ৪ ডিগ্রি তাপমাত্রায় তীব্র শৈত্যপ্রবাহের আভাস ঢাকার ১৩ পয়েন্টে সুলভ মূল্যের ডিম রোববার থেকে রিমান্ড শেষে কারাগারে মেনন-ইনু-পলক জিরো পয়েন্টে আসার ডাক আ.লীগের, মোকাবিলার ঘোষণা অন্তর্বর্তী সরকারের ড. ইউনূসকে রাষ্ট্রপতি হওয়ার অনুরোধ জানালেন মাহমুদুর রহমান ‘ছাত্রলীগের মতো আর কোনো সংগঠন যাতে তৈরি না হয়’ রাষ্ট্র সংস্কারের ৩১ দফা আরও গুরুত্বের সঙ্গে সামনে আনছে বিএনপি বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতাকে সম্মান করা দেখতে চাই: ম্যাথিউ মিলার কঠোর হওয়ার হুঁশিয়ারি পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্যারিস চুক্তি থেকে বের হয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প আমেরিকায় আর থাকা যাবে না: ইলন মাস্কের মেয়ে ট্রাম্প–জেলেনস্কি ফোনালাপ, সঙ্গে ছিলেন ইলন মাস্কও হামাস নেতাদের কাতার থেকে বের করে দিতে বলল যুক্তরাষ্ট্র

২৪ বিসিএসের (প্রশাসন) নতুন কমিটি: সভাপতি নাছির, সম্পাদক হামিদ

রিপোর্টারের নাম :
আপডেট : জানুয়ারি ১৬, ২০২২

বৃত্তান্ত প্রতিবেদক: ২৪তম বিসিএস প্রশাসন অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নাছির উদ্দিন। সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ আবদুল হামিদ মিয়া।

এই কমিটি আগামি দুই বছর (২০২২-২৩) সংগঠন পরিচালনা করবে বলে সংগঠনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নব নির্বাচিত সভাপতি মোহাম্মদ নাছির উদ্দিন বর্তমানে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিবের দায়িত্বে রয়েছেন। সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল হামিদ মিয়া বর্তমানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে প্রধান রাজস্ব কর্মকর্তার দায়িত্বে রয়েছেন।

গত ১৪ জানুয়ারি রাজধানীর ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনে দিনব্যাপী নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অনলাইনে এবং বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত উপস্থিতি সদস্যদের সরাসরি ভোট গ্রহণ করা হয়। এ নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল ৯৪ শতাংশ।

কমিটির ৫ জন সহ-সভাপতি হলেন আবদুল জলিল, ফরিদা ইয়াসমিন, সালেহা আক্তার, আবু সালেহ মোহাম্মদ ওবায়দুল্লাহ ও সাদেকুল ইসলাম। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন হাবিবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন আবুল কালাম তালুকদার।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত ১৭ জন হলেন খন্দকার জাকির হোসেন, আবুল হাসান, আশরাফুর রহমান, মুহাম্মদ আসাদুল হক, নাসরিন পারভীন, আবুল কালাম আজাদ, সজীব কুমার দেবনাথ, মো. আসাদুজ্জামান, মুহাম্মদ আরিফুল ইসলাম, মোহাম্মদ হুমায়ুন কবির, গোলাম মাওলা, মিলিয়া শারমিন, শরীফ নজরুল ইসলাম, হেলালুজ্জামান সরকার,  মোহাম্মদ নাজমুল হক, কামরুল হাসান এবং মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েল।


এ বিভাগের অন্যান্য সংবাদ