মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চীন-চট্টগ্রাম রুটে সরাসরি জাহাজ চলাচল শুরু, ৯ দিনে নোঙর ‘সংবিধান সংশোধন নাকি পুনর্লিখন সিদ্ধান্ত নেবে সংসদ’ ‘জামায়াত ক্ষমতায় আসলে লুটপাট বন্ধ হবে’ শেখ হাসিনা সরকারের আমলে বিএসএফের গুলিতে নিহত ৫৭৯ বাংলাদেশি ভোলায় সাড়ে ৬ লাখ কোটি টাকার গ্যাসের সন্ধান সরকারি চাকরিতে বঞ্চিতদের জন্য বিশেষ কমিটি গঠন কোস্টগার্ডকে আন্তরিক হয়ে কাজ করার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার আজ ছুটির দিনেও ১৪০০ কারখানা খোলা ন্যায্য মূল্যে না পেয়ে লোকসান গুণছেন চাষিরা চালু হচ্ছে মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন, খুলছে না মিরপুর-১০ জশনে জুলুসে জনতার ঢল আমেরিকায় রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই: বাইডেন ট্রাম্পের গলফ কোর্সে হামলাকারী কে এই রুথ? আবারো হত্যাচেষ্টার শিকার ট্রাম্প, সন্দেহভাজন আটক উত্তর কোরিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক বাড়াচ্ছে রাশিয়া

২৪ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহবান ফখরুলের

নিজস্ব প্রতিবেদক
আপডেট : আগস্ট ৬, ২০২৪
২৪ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহবান ফখরুলের

সংসদ ভেঙে দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য রাষ্ট্রপাতিকে আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামীকাল ঢাকায় সমাবেশ করার পরিকল্পনাও কথাও জানান তিনি।

আজ মঙ্গলবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দলটির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক হয়।

দেশের সবশেষ রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় ঠিক করতে এই বৈঠক ডাকা হয়।

বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন মির্জা ফখরুল। এসময় সংসদ ভেঙে দিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, অন্যথায় রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হতে পারে। আজকের মধ্যে সকল কাজ সম্পন্ন করতে হবে।

তিনি বলেন, বিজয় অর্জন হয়েছে। তবে এখন স্বাধীনতাকে সুসংহত করা সকল নাগরিকের দায়িত্ব। এজন্য ধৈর্য ধরতে হবে।

বিএনপি এই নেতা দাবি করেন, আন্দোলনের বিরোধিতাকারীরা এখন ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। সবাইকে সতর্ক থাকতে হবে।

এসময় তিনি হামলা, লুটপাট বন্ধের আহ্বান জানান। তিনি বলেন, অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দেয়া হবে। আগামীকাল ঢাকায় সমাবেশ করার পরিকল্পনার কথাও জানান মির্জা ফখরুল।

তিনি জানান, তারেক রহমানকেও দলের পক্ষ থেকে দেশে আসার কথা বলা হয়েছে, যথাসময়ে সিদ্ধান্ত নেয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও বেগম সেমিমা রহমানসহ অন্যান্যরা।


এ বিভাগের অন্যান্য সংবাদ