প্রতি বছরের মতো এবছরও ২৫শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে সারাদেশে এক মিনিটের জন্য ব্ল্যাকআউট পালন করা হবে। আজ (সোমবার) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এতথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
এসময় মন্ত্রী জানান, ২৫শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে এক মিনিটের জন্য সব ধরনের আলো বন্ধ হয়ে যাবে। রাত সাড়ে ১০টা থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত সারা বাংলাদেশে এই ব্ল্যাকআউট থাকবে।
তিনি বলেন, ২৫শে মার্চ রাতে আলোকসজ্জা হবে না, কিন্তু ২৬শে মার্চ আলোকসজ্জা থাকবে। হাসপাতাল আলোকসজ্জার বাইরে থাকবে।
এদিকে, নির্মাণকাজ চলায় জাতীয় স্টেডিয়ামে ২৬শে মার্চের কুচকাওয়াজ বন্ধ থাকবে। আর বঙ্গভবনে যে সংবর্ধনা, সেটা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।