শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, শনাক্ত ১৮৬ কলকাতা মিশনে ভারতীয়দের জন্য ভিসা সীমিত করল বাংলাদেশ ভারতের অপপ্রচারে আমাদের কোনো ক্ষতি নেই : উপদেষ্টা সাখাওয়াত ‘বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করলে কঠোর জবাব দেয়া হবে’ পঞ্চগড়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, বিজিবির কড়া প্রতিবাদ আমাদের ঘৃণা করে এমন দেশের সঙ্গে বাণিজ্য নয়: রিজভী ঐক্যবদ্ধ থাকলে ধর্ম নিয়ে বিভেদের ষড়যন্ত্র সফল হবে না: খন্দকার মোশাররফ আওয়ামী লীগের প্রভাবশালীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল বাংলাদেশ নিয়ে ভারতীয় ৪৯ গণমাধ্যমে গুজবের ছড়াছড়ি ‘স্বৈরাচারের দোসররা এখনও ষড়যন্ত্র করছে’ দিল্লি চলো কর্মসূচি ঘিরে আবারও উত্তাল ভারত শীতকালীন সবজির দাম কিছুটা কমলেও ভোগ্যপণ্যে নাভিশ্বাস অ্যাটলেটিকোর জয়, ঘরের মাঠে নাপোলির পরাজয় বর্তমান সরকার ব্যর্থ হলে বড় বিদ্রোহ হবে: জ্বালানি উপদেষ্টা পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

২৬ মে থেকে শুরু একাদশে ভর্তি

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মে ১৪, ২০২৪
প্রথম ধাপে যেসব জেলায় হবে প্রাথমিকের নিয়োগ পরীক্ষা

একাদশ শ্রেণিতে এবার তিন ধাপে ভর্তির আবেদন করা যাবে। প্রথমে ধাপে অনলাইনে ভর্তির আবেদন করা যাবে ২৬ মে থেকে ১১ জুন পর্যন্ত। আন্তঃবোর্ড জানিয়েছে, ১৫০ টাকা দিয়ে সর্বোচ্চ ১০ ও সর্বনিম্ন পাঁচ কলেজে ভর্তির আবেদন করা যাবে। আর জুলাইয়ের শেষে ক্লাস শুরুর পরিকল্পনা রয়েছে মন্ত্রণালয়ের। এবার একাদশে আসন আছে প্রায় ২৫ লাখ। আর এসএসসিতে উত্তীর্ণ ১৬ লাখের কিছু বেশি। তাই কোনো শিক্ষার্থী ভর্তির বাইরে থাকবে না।

এসএসির প্রায় ১৬ লাখ শিক্ষার্থীর উত্তীর্ণের পর এবার টার্গেট একাদশে ভর্তির সুযোগ নিশ্চিত করা। এবারো অনলাইনে ভর্তির আবেদন করার সুযোগ অব্যহত রাখছে মন্ত্রণালয়।

যে কার্যক্রম শুরু হবে ২৬ মে থেকে। তিনধাপে আবেদন করা যাবে। প্রথম ধাপ শেষ হচ্ছে ১১ জুন। ১৫০ টাকা দিয়ে সর্বোচ্চ ১০ কলেজে আবেদন করা যাবে।

আন্তঃ শিক্ষাবোর্ডের সমন্বয়ক অধ্যাপক তপন কুমার সরকার বলেন, শিক্ষার্থীরা পাওয়া নম্বর বিবেচনা করে যদি কলেজ নির্বাচন করে, তাহলে সেই কাঙ্খিত কলেজ পাবে। কিন্তু আমরা দেখেছি, যদিও কেউ মধ্যম মানের কলেজ পাওয়া যোগ্য হলেও সে পাঁচটি প্রথম মানের কলেজের অপশন দিয়ে রাখছে। এতে সে সিলেকশন পাচ্ছে না।

গেলো কয়েক বছরের মতো এবারো কারিগরি সহায়তা দেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। এক প্রশ্নের জবাবে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যঅপক মোহাম্মদ ইউসূফ বলেন, শিক্ষার্থীদের চাহিদা থাকলেও বড় কলেজের আসন বাড়ানোর সুযোগ থাকেনা।

তিনি বলেন, ভর্তির ক্ষেত্রে নানা বিশৃঙ্খলার সৃষ্টি হয় বলে এই ব্যবস্থায় আসা হয়েছে। তবে এতে প্রকৃত মেধা যাচাই করা যাচ্ছে না। কিন্তু সরকারের হাতে এই মুহূর্তে বিকল্প ভালো আর পদ্ধতি নেই। বিজ্ঞান বিভাগে শিক্ষার্থী বাড়ানোর সম্ভব নয়। তবে ভবিষ্যতে এই বিভাগে শিক্ষার্থী কমানোর চিন্তা করছি।


এ বিভাগের অন্যান্য সংবাদ