প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেছে ইরান। বার্তাসংস্থা ইরনা এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী ২৮শে জুন ভোট হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ মে থেকে ৩ জুন পর্যন্ত প্রার্থীদের নিবন্ধন হবে। প্রচার-প্রচারণা চলবে ১২ থেকে ২৭ জুন পর্যন্ত।
দেশটির সংবিধানের ১৩১ নং অনুচ্ছেদ অনুসারে প্রেসিডেন্টের পদ শূন্য হওয়ার পরবর্তী ৫০ দিনের মধ্যে নির্বাচন হতে হবে। ফলে দেশটিতে আগামী ২৯ জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে।
আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করে ফেরা পথে রোববার বিধ্বস্ত হয় ইব্রাহিম রাইসি ও তার সফরসঙ্গীদের বহনকারী হেলিকপ্টারটি। প্রায় ১৮ ঘণ্টা পর ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, ওই দুর্ঘটনায় ইব্রাহিম রাইসিসহ হেলিকপ্টারে থাকা সবাই নিহত হয়েছেন। পরে ইরানের অন্তবর্রতীকালীন প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেয়া হয় মোহাম্মদ মোখবারকে।