বাম গণতান্ত্রিক জোটের ডাকে আগামী ২৮ মার্চ দেশব্যাপী অর্ধদিবস হরতালের কর্মসূচিতে পূর্ণ সমর্থন দিয়েছে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন।
শনিবার (২৬ মার্চ) সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নাদিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সমর্থন জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের ঢাকাস্থ কেন্দ্রীয় কমিটির সদস্যদের সভা থেকে অর্ধদিবস হরতাল কর্মসূচিতে পূর্ণ সমর্থন জানানো হয়েছে। সেই সঙ্গে সভায় যানবাহন আটক বন্ধ, শ্রমিকদের জন্য রেশন এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমিয়ে রুটি-রুজি নিশ্চিত করার দাবি জানিয়ে হরতাল সর্বাত্মক সফল করার আহ্বান জানানো হয়।
দেশের সকল শ্রমিক-জনতার প্রতি হরতাল সফল করার আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তিতে সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, একদিকে ব্যাটারিচালিত যানবাহন নিষিদ্ধ ঘোষণা করে শ্রমিকের কর্মসংস্থান বন্ধ করে দেয়া হচ্ছে, অপরদিকে অসাধু সিন্ডিকেটের হাতে বাজারের নিয়ন্ত্রণ তুলে দিয়ে সরকার গরিব-মেহনতি শ্রমজীবী মানুষের রুটি-রুজি বিপর্যস্ত করে তুলেছে।
রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতারা আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে তীব্র প্রতিরোধ গড়ে তোলার বিকল্প কোনো পথ নেই। তাই সকল শ্রমিক-জনতাকে ঐক্যবদ্ধভাবে রাজপথে এসে বাম গণতান্ত্রিক জোটের ডাকা আগামী ২৮ মার্চের হরতাল সফল করার আহ্বান জানান নেতৃবৃন্দ।