চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি থেকে সাড়ে ১৮ হাজার কোটি টাকা কাটছাঁট করে ২ লাখ ২৭ হাজার কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন দেয়া হয়েছে। এর পুরোটাই বৈদেশিক সাহায্য।
চলতি অর্থবছরে এডিপিতে বরাদ্দ ছিল ২ লাখ ৪৬ হাজার কোটি টাকা।
আজ (বুধবার) শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম।
তিনি আরো জানান, ৭ মাসে এডিপি বাস্তবাায়ন হয়েছে ২৮ দশমিক এক ছয় শতাংশ। এডিপির ১ হাজার ৬২৭টি প্রকল্পের মধ্যে এ অর্থ বছরের মধ্যে ৩৪৩টি প্রকল্প শেষ করতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি।
এছাড়া, দেশের আয় বৃদ্ধি ও কর্মসংস্থান হয় এমন প্রকল্প দ্রুত বাস্তবায়নসহ বেশ কিছু নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।