শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে: আইন উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের মূল অর্থনৈতিক সংস্কারের অংশ হতে প্রস্তুত বিশ্বব্যাংক জাদেজা-অশ্বিনের জুটিতে দিনের শেষটা নিজেদের করে নিলো ভারত চলতি অর্থবছরে ২ বিলিয়ন ডলার দিতে পারে বিশ্বব্যাংক মব জাস্টিসের নামে ‘পিটিয়ে হত্যা’ দুঃখজনক: স্বরাষ্ট্র উপদেষ্টা সব স্থানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া সঠিক নয়: মির্জা ফখরুল ‘সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠানো হোক’ ডিসির কাছে জবাবদিহি করতে হবে সেনা কর্মকর্তাদের বেনজির ও আজিজসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের শ্রীলঙ্কাকে ‘মোবাইল নাম্বার’ উপহার দিয়েছে বাংলাদেশ ফিফা র‌্যাঙ্কিংয়ে পয়েন্ট খোয়াল ব্রাজিল-আর্জেন্টিনা মেসির মায়ামিকে রুখে দিল আটলান্টা তাপপ্রবাহ নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর ২১ সেপ্টেম্বর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন, এগিয়ে বামপন্থী নেতা আমাজনের বেশিরভাগ নদীই মরুভূমি হবার পথে

৩১টি বিমানের ফ্লাইং ডিসপ্লে দেখলেন প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম :
আপডেট : জুন ২৫, ২০২২
৩১টি বিমানের ফ্লাইং ডিসপ্লে দেখলেন প্রধানমন্ত্রী

পদ্মা সেতুতে দাঁড়িয়ে বিমান বাহিনীর মনোজ্ঞ ‘ফ্লাইং ডিসপ্লে’ উপভোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (শনিবার) দেশের সবচেয়ে বড় প্রকল্প পদ্মা সেতুর উদ্বোধন করে টোল দিয়ে সেতুর মাওয়া প্রান্ত থেকে জাজিরা প্রান্তের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী।

তার গাড়িবহর ১৫ নম্বর স্প্যানের সামনে গেলে গাড়ি থামিয়ে সেতুতে নামেন প্রধানমন্ত্রী। এসময় মাঝ সেতুতে দাঁড়িয়ে বিমান বাহিনীর ৩১টি বিমান ও হেলিকপ্টারের সমন্বয়ে এক মনোজ্ঞ ‘ফ্লাইং ডিসপ্লে’র উপভোগ করেন তিনি। সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর কন্যা সায়েমা ওয়াজেদ পুতুলসহ অন্যরা।

এসময় দু’টি মিগ-২৯, দু’টি এফটি-৭বিজি/এফ-৭ এমবি ও দু’টি এফ-৭ বিজিআইর সমন্বয়ে স্মোক পাস, তিনটি এফ-৭ বিজিআই/বিজির ফ্লাই পাস্ট প্রদর্শন, একটি সি-১৩০জে ও পাঁচটি কে-৮ ডব্লিউর সমন্বয়ে স্মোক পাস প্রদর্শন, তিনটি এল-৪১০ ও পাঁচটি গ্রোব-১২০টিপির সমন্বয়ে ফ্লাই পাস্ট প্রদর্শন, পাঁচটি এমআই-১৭/১৭১ এর মাধ্যমে পতাকা প্রদর্শন ও একটি বেল-২১২ এর মাধ্যমে লিফলেট বিতরণ, দুটি কে-৮ডব্লিউর মাধ্যমে শেকুল মেন্যুভার প্রদর্শন, পাঁচটি কে-৮ডব্লিউ এর মাধ্যমে ভিক্সেন ব্রেক প্রদর্শন এবং একটি মিগ-২৯ এর মাধ্যমে লো লেভেল অ্যারোবেটিক্স প্রদর্শন করা হয়।

পাঁচ হেলিকপ্টারের একটি বহরের শুরুতেই ছিল লাল সবুজের পতাকা। যা জানান দেয় বাঙালির আত্মমর্যাদা, সক্ষমতার। দ্বিতীয়টিতে ছিল জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত পতাকা।


এ বিভাগের অন্যান্য সংবাদ