মিয়ানমারে সামরিক জান্তা সরকারের দুই বছরের শাসনামালে ৩ হাজারের মতো মানুষকে হত্যা করা হয়েছে। জনগণকে বানানো হয়েছে প্রতিপক্ষ। দেশটির সামরিক অভ্যূত্থান পরবর্তী দুই বছরের পর্যালোচনা প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছে জাতিসংঘ।
জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনের দপ্তর থেকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গণতান্ত্রিক সরকারকে হটিয়ে সামরিক জান্তা ক্ষমতা দখলের পর সম্পূর্ণ দায়মুক্তি সুযোগ কাজে লাগিয়ে নির্বিচারে হত্যা-নির্যাতন চলছে। দমন অভিযানে আটককৃতদের মধ্যে রিমান্ডে নেয়া ৩০ শতাংশ কয়েদি আর বেঁচে ফেরেনি। যা সংখ্যার বিচারে ২ হাজার ৯৪০ জন। তবে, এভাবে হত্যা শিকার হওয়া হতভাগ্যদের প্রকৃত সংখ্যা আরও বেশি বলে মনে করছেন জাতিসংঘ মানবাধিকার কমিশন প্রধান জেমস রোডেভার।
জেনেভায় সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে অন্তত ১৩টি অঞ্চলে প্রতিরোধ যুদ্ধে লিপ্ত দেশটির সামরিক বাহিনী। সম্মুখ যুদ্ধের পরিবর্তে বিমান হামলা ও কামানের গোলাবর্ষণ করে সেসব এলাকায় আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে সরকারি বাহিনী। গত বছর এমন তিনশতাধিক বিমান হামলার নিশানা থেকে স্কুল-হাসপাতালও বাদ যায়নি। তার দাবি, আগে কখনো এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতির মুখে পড়েনি মিয়ানমার।