বৃত্তান্ত প্রতিবেদক: বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) বৃহস্পতিবার চিকিৎসক নিয়োগে ঘোষিত ৪২তম বিশেষ বিসিএস-এর ফল প্রকাশ করেছে। এতে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ ৪,০০০ জনকে নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ করা হয়েছে।
তবে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও পদ না থাকায় নিয়োগের সুপারিশ না করা আরো ১,৯১৯ জনের তালিকাও প্রকাশ করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।
করোনা পরিস্থিতি সামাল দেওয়াসহ দেশের বিভিন্ন হাসপাতালের চিকিৎসকের শুন্যতা পূরণে গত বছরের ডিসেম্বর মাসে ৪২তম বিশেষ বিসিএস-এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
এতে সহকারী সার্জন (সাধারণ) ও সহকারী সার্জন (ডেন্টাল) পদে প্রায় ২০০০-এর বেশি চিকিৎসক নিয়োগ করা হবে বলে জানানো হয়।
লিখিত পরীক্ষা শেষে চলতি বছরের ২৯ মার্চ ফল প্রকাশ করা হয়। এতে প্রায় ৬,০২২ জন উত্তীর্ণ হন।
পরে উত্তীর্ণ পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া হয়। এতে ৪,০০০ জনকে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হয়।
http://103.230.104.194/notice/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%B8%20%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%80%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE/