শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নির্বাচন নিয়ে বিপরীত মেরুতে সরকার-রাজনৈতিক দল! পিলখানা হত্যাকাণ্ড মামলার জামিন শুনানি ও সাক্ষ্যগ্রহণ কাল অবকাঠামো উন্নয়নের নামে প্রকৃতি নষ্ট না করার আহবান পরিবেশ উপদেষ্টার ‘শেখ হাসিনার মতো দুর্নীতিবাজকে আশ্রয় দিয়ে নিশ্চুপ পার্শ্ববর্তী দেশ’ মুক্তিযুদ্ধের সুস্পষ্ট কোনো নির্দেশনা কখনোই শেখ মুজিব দেননি: মান্না পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ১৪ বছরের কারাদণ্ড গাজা-স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে ১০ বিলিয়ন প্রয়োজন: ডব্লিউএইচও শুধু নির্বাচনের জন্য গণ-অভ্যুত্থান হয়নি : নুরুল হক নুর ট্রাম্পকে কড়া জবাব দিলেন ডেনমার্কের প্রধানমন্ত্রী ভাতা পাচ্ছেন ১৭ লাখ ইমাম-মুয়াজ্জিন, পুরোহিত ‘দুর্বল মেডিকেলগুলোকে সবলের সঙ্গে একীভূতকরণের চিন্তা করা হচ্ছে’ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ নিক পোথাসের পদত্যাগ ইউক্রেন সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ফোন প্রতারকদের খপ্পরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী রিয়ালের দুর্দান্ত জয়, নিশ্চিত হলো শেষ আট

৪৬তম বিসিএস প্রিলিতে উত্তীর্ণ ১০ হাজার ৬৩৮ জন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মে ৯, ২০২৪
৪৪তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ, উত্তীর্ণ ১৫৭০৮

৪৬তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৬৩৮ জন পরীক্ষার্থী। আজ (বৃহস্পতিবার, ৯ মে) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সভা শেষে এ ফল প্রকাশ করা হয়।

গত ২৬ এপ্রিল ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। পিএসসি আয়োজিত এ পরীক্ষায় দেশের ৮ বিভাগের বিভিন্ন কেন্দ্রে চাকরিপ্রার্থীরা অংশ নেন। ২০০ নম্বরের এ পরীক্ষা ২ ঘণ্টা সময় ধরে চলে। সকাল ১০টায় শুরু হয়ে এদিন দুপুর ১২টায় শেষ হয় পরীক্ষা।

পিএসসি সূত্রে জানা গেছে, ৪৬তম প্রিলিমিনারিতে অংশ নেন ২ লাখ ৫৪ হাজার ৫৬১ জন প্রার্থী। পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৮৩ হাজার ৪২৫ জন।

চলতি বছর বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) মোট পদ রয়েছে ৩ হাজার ১৪০টি। এই নিয়োগে সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বাস্থ্য ক্যাডার। তার পরে রয়েছে শিক্ষা ক্যাডার।

যেভাবে দেখা যাবে ফল
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটকের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) পাওয়া যাবে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ফল।

এছাড়া টেলিটকের মাধ্যমে নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো মোবাইল থেকে এসএমএসের মাধ্যমেও জানা যাবে ফল। আর সেজন্য PSC46Registration Number লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। পরে ফিরতি এসএমএসে Registration Number-সহ Qualified অথবা Not Qualified হিসেবে ফল জানিয়ে দেয়া হবে।


এ বিভাগের অন্যান্য সংবাদ