বন্যায় বিধ্বস্ত হওয়ার চার বছর পরেও একটি সেতু মেরামত হয়নি। ফলে ভোগান্তিতে রয়েছে কুড়িগ্রামের পূর্ব ধনীরামপুর গ্রামের হাজারো মানুষ। তবে, শিগগির সেতুটি পুন:নির্মণের উদ্যোগ নেয়ার কথা জানালেন উপজেলা স্থানীয় প্রশাসন।
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পূর্ব ধনীরামপুর গ্রামের বাসিন্দারা এভাবেই বছরের পর বছর ধরে ভেলায় খাল পার হয়ে উপজেলা শহরে যাচ্ছেন।
২০১৮ সালে এই খালের ওপর একটি সেতু নির্মাণ করা হয়। ওই বছরের পহেলা আগস্ট সেতুটি উদ্বোধন করা হলেও মাত্র দুই মাসের মাথায় ২৯শে অক্টোবর বন্যার পানির তোড়ে তা ভেঙে পড়ে। এরপর আর সংস্কার বা পুন:নির্মাণের উদ্যোগ নেয়নি প্রশাসন।
ফুলবাড়ী উপজেলা প্রশাসনের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত জানালেন, সেতুটি পুন: নির্মাণের প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে পাঠনো হবে।
ভেঙে যাওয়া সেতুটি নির্মাণে কোন অনিয়ম হয়েছে কিনা সে বিষয়ে নিয়ে দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।