রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে ৫০ কোটি টাকা মূল্যের জাল স্ট্যাম্পসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে ১০, ৫০, ১০০, ২০০ এবং ৫০০ টাকা মূল্যমানের জাল রেভিনিউ স্ট্যাম্প ও ২০ টাকা মূল্যমানের জাল বাংলাদেশ কোর্ট ফি এবং ১০০ টাকা মূল্যমানের নন জুডিশিয়াল জাল স্ট্যাম্প উদ্ধার করা হয়।
আজ সোমবার (৩১শে অক্টোবর) র্যাব জানায়, এই চক্রটি প্রায় ছয় মাস ধরে জাল স্ট্যাম্প তৈরি করে দেশের বিভিন্ন স্ট্যাম্প বিক্রয়কারী প্রতিষ্ঠানের কাছে সরবরাহ করে আসছিল।
সংস্থাটি জানায়, গ্রেফতারকৃতরা জাল স্ট্যাম্প প্রস্তুত এবং সরবরাহকারী চক্রের সক্রিয় সদস্য। রোববার সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রূপনগর ও মিরপুরে জাল স্ট্যাম্প ও কোর্ট ফি তৈরির কারখানায় অভিযান চালায় র্যাব ১০ এর একটি দল। পরে সেখান থেকে কারখানা মালিক ও তার সহযোগীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।