সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৭:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্লট গ্রহণে শেখ হাসিনা ও শেখ রেহানা পরিবারের বিরুদ্ধে তিন মামলা ডলারের বিপরীতে সর্বকালের সর্বনিম্ন রুপির দাম দ্রুত নির্বাচন না দিলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলন: কর্নেল অলি যে জমি পছন্দ হতো, শেখ হাসিনা তা নিজের করে নিত: রিজভী নিজে নিজে হাঁটতে পারছেন খালেদা জিয়া বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম যেভাবে শপথ নেন মার্কিন প্রেসিডেন্ট স্থাপনের ২০ বছরেও চালু হয়নি বিরল স্থলবন্দর গ্রিনল্যান্ড কিনতে কত লাগবে? চলছে বিশ্বজুড়ে আলোচনা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে কানাডা, সহায়তার ঘোষণা চীনের যুদ্ধবিরতির পরও ক্ষতিগ্রস্ত ঘরবাড়িতে ফিরতে পারছে না লেবানিজরা গাজায় যুদ্ধবিরতি নিয়ে বাইডেন-নেতানিয়াহুর ফোনালাপ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আম্পায়ারিংয়ে বাংলাদেশের জেসি মাদ্রিদকে ৪-এর পর এবার ৫ গোলে ভাসাল বার্সা তারা শক্তেরই যম, নরমে তাদের শরম

৫০ বছরে সৎ রাজনীতিকের নাম শেখ হাসিনা : ওবায়দুল কাদের

রিপোর্টারের নাম :
আপডেট : মে ১৭, ২০২২

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘গত ৫০ বছরে সবচেয়ে সৎ রাজনীতিকের নাম শেখ হাসিনা।’ তিনি আরও বলেছেন, শেখ হাসিনা না ফিরলে অসাম্প্রদায়িক দেশ গড়া সম্ভব হতো না।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে দলের আলোচনা সভায় আজ মঙ্গলবার সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন। রাজধানীর বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী।

শেখ হাসিনা না ফিরলে বঙ্গবন্ধু হত্যার বিচার হতো না উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘জয় বাংলা জাতীয় স্লোগান হয়েছে৷ নয় তো অসাম্প্রদায়িক দেশ গড়া সম্ভব হতো না৷ তিনি না থাকলে নিজ অর্থায়নে পদ্মা সেতু হতো না।’

এ সময় ‘পদ্মার সেতুর নাম সারা জাতিই চায়, শেখ হাসিনার নামে হোক’ বলে মন্তব্য করেন সেতুমন্ত্রী। তিনি বলেন, ‘শেখ হাসিনার সাহসের সোনালি ফসলের নাম পদ্মাসেতু৷ জুনেই পদ্মাসেতু চালু করা হবে।’

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘হঠাৎ কেউ কেউ পদ্মা সেতুর উদ্বোধনের তারিখ বলে বেড়াচ্ছেন৷ এতো অধৈর্য হবেন না। চূড়ান্ত তারিখ দেবেন জননেত্রী শেখ হাসিনা।’


এ বিভাগের অন্যান্য সংবাদ