প্রায় ৬ মাস পর আগামীকাল শনিবার (৭ মে) বিকেলে আবারও বৈঠকে বসতে যাচ্ছে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটি। যোগ দেবেন সব সদস্য। দলের সর্বোচ্চ ফোরামের এ বৈঠকে সভাপতিত্ব করবেন দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি, ২২তম জাতীয় সম্মেলন ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দিকনির্দেশনা আসতে পারে বলে জানান কেন্দ্রীয় নেতারা।
কেদ্রীয় নেতারা জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সর্বোচ্চ ফোরামের এ বৈঠকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা আসতে পারে দলীয় প্রধানের কাছ থেকে। এদিকে তিন বছর পর পর হয় আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন। সে হিসেবে ২২তম কাউন্সিল হওয়ার কথা চলতি বছর ডিসেম্বরে। এ বিষয়েও সভায় আলোচনা হতে পারে।
আওয়ামী লীগে যুগ্মসাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম জানান, সবোর্চ্চ ফোরামের বৈঠকের সিদ্ধান্তগুলোকে দলীয় নেতাকর্মীদের মাঝে ছড়িয়ে দিয়ে তাদের আরও চাঙা করা, মাঠকে নির্বাচন উপযোগী করা, মাঠ পর্যায়ে নেতাকর্মীদের প্রস্তুত করা, জনগনের প্রত্যাশা কিভাবে আওয়ামী লীগ পূরণ করবে, সেটা নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানান, আমেদের সুনিদিষ্ট কিছু এজেন্ডা রয়েছে, এছাড়া দেশের সর্বশেষে রাজনীতি এবং বৈশ্বিক রাজনীতির যে সংকট যাচ্ছে, যুদ্ধ এবং অন্যান্য কারনে সে বিষয়েও আলোচনা হতে পারে।
এছাড়া সাংগঠনিক বিষয়ে দলীয় সভাপতির কাছে এদিন রিপোর্টও জমা দেবেন দায়িত্বপ্রাপ্ত নেতারা।
উল্লেখ্য, গত বছর নভেম্বরে আওয়ামী লীগের কার্যনিবাহী কমিটির সবশেষ বৈঠক হয়। করোনার কারণে সীমিত পরিসরে হয়েছিল এ বৈঠক।