বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ থাকার আহবান প্রধান উপদেষ্টার দেশের নাম ও সংবিধান পরিবর্তনের অধিকার সরকারের নেই: জাসদ শেখ পরিবারের নামে থাকা ১৩ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন রোনালদোকে ধরে রাখতে ‘অবিশ্বাস্য’ প্রস্তাব আল নাসরের গাজায় অস্ত্রবিরতির কৃতিত্বের দাবি বাইডেনের ক্রিকেট বোর্ডে স্বৈরাচারী প্রভাব, সমাধানের আহ্বান আমিনুল হকের ‘নির্বাচিত সরকার ছাড়া গণতান্ত্রিক দেশ গড়া সম্ভব নয়’ দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত বাবর এইচএমপি ভাইরাস আক্রান্ত নারীর মৃত্যু কোনো ভোটই রাতে হবে না: ইসি মাছউদ বিএনপির পক্ষ থেকে সর্বদলীয় সভায় যোগ দিচ্ছেন সালাউদ্দিন আহমেদ ‘ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে সব শিক্ষার্থী বই পাবে’ ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের সমাবেশে হামলায় অন্তর্বর্তী সরকারের নিন্দা ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টার বৈঠকে বিএনপির অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা সংস্কার বাস্তবায়নে রাজনৈতিক ঐক্যই মূল চ্যালেঞ্জ

৬ মাস পর আ. লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক কাল

রিপোর্টারের নাম :
আপডেট : মে ৬, ২০২২
All Executive Meeting

প্রায় ৬ মাস পর আগামীকাল শনিবার (৭ মে) বিকেলে আবারও বৈঠকে বসতে যাচ্ছে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটি। যোগ দেবেন সব সদস্য। দলের সর্বোচ্চ ফোরামের এ বৈঠকে সভাপতিত্ব করবেন দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি, ২২তম জাতীয় সম্মেলন ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দিকনির্দেশনা আসতে পারে বলে জানান কেন্দ্রীয় নেতারা।

কেদ্রীয় নেতারা জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সর্বোচ্চ ফোরামের এ বৈঠকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা আসতে পারে দলীয় প্রধানের কাছ থেকে। এদিকে তিন বছর পর পর হয় আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন। সে হিসেবে ২২তম কাউন্সিল হওয়ার কথা চলতি বছর ডিসেম্বরে। এ বিষয়েও সভায় আলোচনা হতে পারে।

আওয়ামী লীগে যুগ্মসাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম জানান, সবোর্চ্চ ফোরামের বৈঠকের সিদ্ধান্তগুলোকে দলীয় নেতাকর্মীদের মাঝে ছড়িয়ে দিয়ে তাদের আরও চাঙা করা, মাঠকে নির্বাচন উপযোগী করা, মাঠ পর্যায়ে নেতাকর্মীদের প্রস্তুত করা, জনগনের প্রত্যাশা কিভাবে আওয়ামী লীগ পূরণ করবে, সেটা নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানান, আমেদের সুনিদিষ্ট কিছু এজেন্ডা রয়েছে, এছাড়া দেশের সর্বশেষে রাজনীতি এবং বৈশ্বিক রাজনীতির যে সংকট যাচ্ছে, যুদ্ধ এবং অন্যান্য কারনে সে বিষয়েও আলোচনা হতে পারে।

এছাড়া সাংগঠনিক বিষয়ে দলীয় সভাপতির কাছে এদিন রিপোর্টও জমা দেবেন দায়িত্বপ্রাপ্ত নেতারা।

উল্লেখ্য, গত বছর নভেম্বরে আওয়ামী লীগের কার্যনিবাহী কমিটির সবশেষ বৈঠক হয়। করোনার কারণে সীমিত পরিসরে হয়েছিল এ বৈঠক।


এ বিভাগের অন্যান্য সংবাদ