রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
‘যারা শহীদ হয়েছে তাদের রক্তে সাথে বেইমানি করা যাবে না’ নরেন্দ্র মোদী পুণ্যস্নান করলেন ত্রিবেণী সঙ্গমে ‘দেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে’ চার প্রদেশ ও নতুন দুই বিভাগের প্রস্তাব সংস্কার কমিশনের অনির্বাচিত সরকার কখনো নিরাপদ না: জামায়াতের নায়েবে আমির আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন দাখিল সরে দাঁড়িয়েছেন মেয়েদের জাতীয় দলের প্রধান কোচ থানায় হামলাকারীদের বিচারের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা হত্যা মামলায় শাহজাহান ওমরসহ তিনজন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে গাজা উপত্যকা: ট্রাম্প সুইডেনে স্কুলে গুলি, নিহত ১০ তাপমাত্রার সাথে বাড়বে কুয়াশার দাপট উত্তরবঙ্গের সব পেট্রল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তরা সবাই খালাস

৭০ হাজার কর্মী নিতে ইতালি মন্ত্রিসভার অনুমোদন, সুযোগ পাবে বাংলাদেশীরাও

রিপোর্টারের নাম :
আপডেট : ডিসেম্বর ২৪, ২০২১

বৃত্তান্ত প্রতিবেদক: বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৭০ হাজার শ্রমিক নেওয়ার অনুমোদন দিয়েছে ইতালির মন্ত্রিপরিষদ। বুধবার স্পন্সরে শ্রমিক নেওয়ার এ অনুমোদন দেওয়া হয়। এতে সই করেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি।

এসব শ্রমিক বৈধভাবে ইতালিতে এসে দেশটির বিভিন্ন সেক্টরে কাজ করার সুযোগ পাবেন।

মন্ত্রিসভায় অনুমোদনের ফলে সিজনাল, নন-সিজনাল (মৌসুমি, অ-মৌসুমি) সহ অন্যান্য ভিসায় মোট ৬৯,৭০০ শ্রমিক ইতালিতে কাজ করার সুযোগ পাবেন।

মৌসুমি-অমৌসুমিসহ অন্য কোটায় বাংলাদেশসহ ৩২টি দেশের শ্রমিক নেবে ইতালি। এরমধ্য আলবেনিয়া, আলজেরিয়া, বাংলাদেশ, বসনিয়া-হার্জেগোভিনা, দক্ষিণ কোরিয়া, আইভরি কোস্ট, মিশর, এল সালভাদর, ইথিওপিয়া, ফিলিপাইন, গাম্বিয়া, ঘানা, জাপান, গুয়াতেমালা, ভারত, কসোভো, মালি, মরক্কো, মরিশাস, মলদোভা , মন্টিনিগ্রো, নাইজার, নাইজেরিয়া, পাকিস্তান, উত্তর মেসিডোনিয়া প্রজাতন্ত্র, সেনেগাল, সার্বিয়া, শ্রীলঙ্কা, সুদান, তিউনিসিয়া ও ইউক্রেন রয়েছে।

অন্যদিকে মালামাল পরিবহন, ট্যুরিজম,পর্যটন, হোটেল, নির্মাণ কাজের জন্যও শ্রমিক আসতে পারবে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়নি। এ কারণে কবে থেকে আবেদন জমা নিবে তা জানা সম্ভব হয়নি। তবে স্থানীয়রা বলছেন, খুব শিগগির চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে।

ইতালি প্রবাসী আনিসুজ্জামান আনিস বলেন, এবার সিজনাল (কৃষি) ভিসায় বেশি শ্রমিক আনবে। কৃষি প্রধান এ দেশে করোনার কারণে যে টুকু ক্ষতি হয়েছে- তা পুষিয়ে নিতেই শিগগির ৪২ হাজার শ্রমিক আনবে ইতালি সরকার। আর নন সিজনাল ভিসার প্রক্রিয়া অনেকটা জটিল। ১২ বছর আগে এটা অনেকটা উম্মুক্ত ছিলো। গত দুই টার্ম বিভিন্ন নিয়মের বেড়াজালে কঠিন করেছে। যদিও উল্লেখিত দেশগুলো থেকে মাত্র ১২ হাজারের কোটা রয়েছে। সেখানে বাংলাদেশের কোটা এক হাজারেরও কম হতে পারে।

এ ব্যাপারে রোমের চেম্বার অব কমার্স অ্যান্ড ল’ চেয়ারম্যান মোক্তার হোসেন মার্ক বলেন, ইতালি শ্রমিক আনবে সেটা নিশ্চিত করেছে। তবে কোন প্রক্রিয়ায় শ্রমিক ইতালিতে আসবে, তা এখনও স্পষ্ট নয়। সেজন্য অফিসিয়াল গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।


এ বিভাগের অন্যান্য সংবাদ