শুরু হয়ে গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের মহাযুদ্ধ। শ্রীলঙ্কা-নামিবিয়ার ম্যাচ দিয়ে পর্দা উঠেছে টুর্নামেন্টের অষ্টম আসর। এবারের বিশ্বকাপের আয়োজক অস্ট্রেলিয়া। প্রথমবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করছে বর্তমান চ্যাম্পিয়নরা। প্রথম রাউন্ড দিয়ে শুরু হয় এবারের বিশ্বকাপ আসর। আর ২২ অক্টোবর সুপার টুয়েলভ দিয়ে মূল লড়াই শুরু করবে দলগুলো।
বিশ্বকাপ শুরু আগে থেকেই এর উন্মাদনা বাড়িয়ে দেয় জার্সি। টুর্নামেন্ট শুরুর অন্তত ১৫ থেকে ৩০ দিন আগেই জার্সি উন্মোচন করে দলগুলো। এবারের আসরেও তেমনটাই ছিল। বরাবরের মতো এবারের বিশ্বকাপেও বাংলাদেশ দলের জার্সি নিয়ে ছিল আলোচনা-সমালোচনা।
যদিও ক্রিকেটে জার্সির প্রচলন খুব বেশি দিনের নয়। আন্তর্জাতিক ক্রিকেটের জার্সিতে নম্বর ব্যবহারের রীতি চালু হয় নব্বই দশকের শেষ দিকে। আর ক্রিকেটের বড় কোনো টুর্নামেন্টে প্রথম জার্সি নম্বর ব্যবহার করা হয় ১৯৯৯ এর বিশ্বকাপে।
ক্রিকেট জার্সিতে ‘৭৫’ নম্বর দেখলেই সবার আগে চোখে ভেসে সাকিব আল হাসানের নাম। বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় নম্বরটিকে একটি ব্যান্ডে পরিণত করেছেন। চলুন এক নজরে দেখে নেই এবারের বিশ্বকাপে ৭৫ জার্সি কার কার গায়ে উঠছে।
সাকিব আল হাসান : বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসানের জার্সি নম্বর ৭৫। ক্যারিয়ারের শুরু থেকেই ৭৫ নম্বর জার্সি গায়ে তুলেছেন এই অলরাউন্ডার। চলমান বিশ্বকাপে বাংলাদেশ দলের সবচেয়ে বড় ভরসা তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারি সাকিব।
বাংলাদেশ দলের অধিনায়ক বিশ্বকাপের সবগুলো আসরেই অংশ নিয়েছেন। গেল সাত আসরে মোট ৩১টি ম্যাচ খেলেছেন সাকিব। যেখানে ব্যাট হাতে ৬৯৮ রানের পাশাপাশি বল হাতে সর্বোচ্চ ৪১ রান শিকার করেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিবের হাফসেঞ্চুরি রয়েছে ৩টি। খেলেছেন সর্বোচ্চ ৮৪ রানের ইনিংস। আর বল হাতে সেরা ফিগার ৯ রান খরচায় ৪ উইকেট। এছাড়া সাকিব বিশ্বকাপে যৌথভাবে এখন পর্যন্ত সর্বোচ্চ তিনবার ৪ উইকেট শিকার করেছেন।
ধনঞ্জয়া ডি সিলভা : সাকিবের মতো শ্রীলঙ্কান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভাও ৭৫ নম্বর জার্সি পরে মাঠ মাতান। এই অলরাউন্ডারকেও এবারের বিশ্বকাপে ৭৫ নম্বর জার্সিতে দেখা যাবে। ধনঞ্জয়া ডি সিলভার টি-টোয়েন্টিতে ২০১৫ সালে অভিষেক হলেও প্রথমবারের মতো বিশ্বকাপ মঞ্চে খেলছেন তিনি। এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২৫টি ম্যাচ খেলে রান করেছেন ৪১৩ আর উইকেট ছয়টি।
ড্যারিল মিচেল : নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলকেও এবারের বিশ্বকাপে ৭৫ নম্বর জার্সিতে দেখা যাবে। ২০১৯ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ার শুরু করা এই কিউই অলরাউন্ডার দ্বিতীয়বারের মতো খেলবেন বিশ্বকাপ। টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসরে নিউজিল্যান্ড দলের অন্যতম ভরসার নাম ছিল ড্যারিল মিচেল। এখন পর্যন্ত ৩৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে রান করেছেন ৬৫৭ রান, উইকেট শিকার করেছেন ৭টি।
লুক জংওয়ে : জিম্বাবুয়ের লুক জংওয়েও এবারের বিশ্বকাপ মঞ্চ মাতাবেন ৭৫ নম্বর জার্সি পরে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০১৫ সালে অভিষেক হওয়া এই অলরাউন্ডার এখন পর্যন্ত খেলেছেন ৩০টি ম্যাচ। যেখানে তার সংগ্রহ ২৪৪ রান আর উইকেট সংখ্যা ৪৮।