ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আইন-শৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য নির্বাচনের দায়িত্বে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:২৬:৪২ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ ৬ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনীর আট লাখ ৯৭ হাজার ১১৭ সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জতে অবস্থিত বিজিবির ঐতিহ্যবাহী প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বিজিবি’র ১০৪তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, সুষ্ঠু শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় আট লাখ ৯৭ হাজার ১১৭ সদস্য দায়িত্ব পালন করবেন।

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সুপরিকল্পিতভাবে সমন্বিত রূপে তাদের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিজিবি থেকে নির্বাচনে ৩৭ হাজার ৪৫৩ জন সদস্য ৬১টি জেলায় নির্বাচনের দায়িত্ব পালন করবেন। এটি সামগ্রিক নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থায় আরও সুসংহত ও কার্যকর করবে বলে আমার দৃঢ় বিশ্বাস।

নির্বাচনে বিজিবিকে নির্দেশনা দিয়ে তিনি বলেন, আপনাদের যে কোনো ধরনের অনৈতিক পক্ষপাতমূলক বা দায়িত্ব বহির্ভূত আচরণ ও কর্মকাণ্ড, যা নির্বাচন প্রক্রিয়া প্রভাবিত করতে পারে; তা থেকে সম্পূর্ণভাবে বিরত থাকার জন্য আমি আপনাদেরকে স্পষ্টভাবে নির্দেশনা প্রদান করছি।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আরকান আর্মি বাংলাদেশের জন্য একটি বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

মিয়ানমারের অভ্যন্তরীণ সংকটের প্রভাব পড়ছে দেশটির সীমান্তঘেঁষা বাংলাদেশের জনপদগুলোতে। গোলাগুলির ঘটনায় মাথায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং এলাকার নয় বছর বয়সী শিশু হুজাইফা আফনান।

মাঝেমধ্যেই মিয়ানমার সীমান্ত থেকে ছোঁড়া গুলি ও মর্টার শেল বাংলাদেশ সীমান্তের ভেতরে এসে পড়ছে। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন সীমান্তঘেঁষা হোয়াইক্যং, নেপালতলীসহ আশপাশের গ্রামের বাসিন্দারা।

নিরাপত্তাহীনতায় অনেক পরিবারই ঘর ছাড়তে বাধ্য হচ্ছে। সীমান্ত এলাকায় স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে জানান স্থানীয়রা। এমন পরিস্থিতিতে আবারও আলোচনায় এসেছে আরকান আর্মি।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয় হলেও বাংলাদেশ ভূখণ্ডে গোলা এসে পড়া এবং বাংলাদেশি নাগরিক আহত হওয়ার ঘটনায় দেশটির বৈধ সরকারের কাছে কূটনৈতিকভাবে প্রতিবাদ জানানো হয়েছে।

এদিকে সীমান্ত নিরাপত্তা জোরদারে প্রথমবারের মতো প্রায় তিন হাজার ২৩ জন নবীন বিজিবি সৈনিক নিয়োগ দেওয়া হয়েছে। নবীন সৈনিকদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় কোনোভাবেই মাথা নত করা যাবে না। সীমান্তে যে কোনো ধরনের হুমকি মোকাবিলায় বিজিবিকে সদা প্রস্তুত থাকতে হবে।

উল্লেখ্য, অনুষ্ঠানে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আইন-শৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য নির্বাচনের দায়িত্বে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০২:২৬:৪২ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনীর আট লাখ ৯৭ হাজার ১১৭ সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জতে অবস্থিত বিজিবির ঐতিহ্যবাহী প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বিজিবি’র ১০৪তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, সুষ্ঠু শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় আট লাখ ৯৭ হাজার ১১৭ সদস্য দায়িত্ব পালন করবেন।

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সুপরিকল্পিতভাবে সমন্বিত রূপে তাদের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিজিবি থেকে নির্বাচনে ৩৭ হাজার ৪৫৩ জন সদস্য ৬১টি জেলায় নির্বাচনের দায়িত্ব পালন করবেন। এটি সামগ্রিক নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থায় আরও সুসংহত ও কার্যকর করবে বলে আমার দৃঢ় বিশ্বাস।

নির্বাচনে বিজিবিকে নির্দেশনা দিয়ে তিনি বলেন, আপনাদের যে কোনো ধরনের অনৈতিক পক্ষপাতমূলক বা দায়িত্ব বহির্ভূত আচরণ ও কর্মকাণ্ড, যা নির্বাচন প্রক্রিয়া প্রভাবিত করতে পারে; তা থেকে সম্পূর্ণভাবে বিরত থাকার জন্য আমি আপনাদেরকে স্পষ্টভাবে নির্দেশনা প্রদান করছি।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আরকান আর্মি বাংলাদেশের জন্য একটি বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

মিয়ানমারের অভ্যন্তরীণ সংকটের প্রভাব পড়ছে দেশটির সীমান্তঘেঁষা বাংলাদেশের জনপদগুলোতে। গোলাগুলির ঘটনায় মাথায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং এলাকার নয় বছর বয়সী শিশু হুজাইফা আফনান।

মাঝেমধ্যেই মিয়ানমার সীমান্ত থেকে ছোঁড়া গুলি ও মর্টার শেল বাংলাদেশ সীমান্তের ভেতরে এসে পড়ছে। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন সীমান্তঘেঁষা হোয়াইক্যং, নেপালতলীসহ আশপাশের গ্রামের বাসিন্দারা।

নিরাপত্তাহীনতায় অনেক পরিবারই ঘর ছাড়তে বাধ্য হচ্ছে। সীমান্ত এলাকায় স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে জানান স্থানীয়রা। এমন পরিস্থিতিতে আবারও আলোচনায় এসেছে আরকান আর্মি।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয় হলেও বাংলাদেশ ভূখণ্ডে গোলা এসে পড়া এবং বাংলাদেশি নাগরিক আহত হওয়ার ঘটনায় দেশটির বৈধ সরকারের কাছে কূটনৈতিকভাবে প্রতিবাদ জানানো হয়েছে।

এদিকে সীমান্ত নিরাপত্তা জোরদারে প্রথমবারের মতো প্রায় তিন হাজার ২৩ জন নবীন বিজিবি সৈনিক নিয়োগ দেওয়া হয়েছে। নবীন সৈনিকদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় কোনোভাবেই মাথা নত করা যাবে না। সীমান্তে যে কোনো ধরনের হুমকি মোকাবিলায় বিজিবিকে সদা প্রস্তুত থাকতে হবে।

উল্লেখ্য, অনুষ্ঠানে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।