আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ল এক মাস
- আপডেট সময় : ১২:২১:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ ৩১ বার পড়া হয়েছে
ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগে নির্ধারিত ৩১ ডিসেম্বরের পরিবর্তে এখন আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত রিটার্ন জমা দেয়া যাবে। রোববার (২৮ ডিসেম্বর) এ বিষয়ে একটি বিশেষ আদেশ জারি করেছে এনবিআর। আদেশে বলা হয়, করদাতাদের সুবিধার কথা বিবেচনা করেই এই সময় বাড়ানো হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জারি করা এক আদেশ অনুসারে, রিটার্ন জমা দেওয়ার সময়সীমা ৩১ ডিসেম্বর থেকে বাড়িয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত করা হয়েছে। সরকারের অনুমোদনক্রমে আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩৩৪ এ প্রদত্ত ক্ষমতার অধীনে জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে, করদাতাদের বিভিন্ন অসুবিধার কথা উল্লেখ করে এনবিআর সময়সীমা ৩০ নভেম্বর থেকে বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করেছিল।
বর্ধিত সময়সীমা কাজে লাগাতে এবং যেকোনো অসুবিধা এড়াতে সংশোধিত সময়সীমার মধ্যে রিটার্ন জমা দেওয়ার জন্য করদাতাদের প্রতি আহ্বান জানিয়েছে এনবিআর।
এনবিআরের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ করবছরে এখন পর্যন্ত অনলাইনে রিটার্ন দাখিলের জন্য ৪২ লাখের বেশি করদাতা নিবন্ধন করেছেন। এর মধ্যে ২৬ লাখের বেশি করদাতা ইতোমধ্যে রিটার্ন জমা দিয়েছেন। অর্থাৎ এখনও প্রায় ১৫ থেকে ১৬ লাখ করদাতা রিটার্ন জমা দেননি।
এনবিআর জানায়, প্রতিদিনই নতুন নতুন করদাতা অনলাইনে নিবন্ধন করছেন। বর্তমানে দৈনিক গড়ে ১৫ হাজারের বেশি করদাতা রিটার্ন জমার জন্য নিবন্ধন করছেন।
এ বছর থেকে অনলাইনে আয়কর রিটার্ন জমা দেয়ার প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে। রিটার্ন দাখিলের সময় কোনও কাগজপত্র বা দলিলাদি আপলোড করতে হচ্ছে না; শুধু প্রয়োজনীয় তথ্য প্রদান করলেই হচ্ছে। এতে করে অনলাইনে রিটার্ন দাখিলের আগ্রহ আরও বাড়বে বলে আশা করছে এনবিআর।
ই-রিটার্ন সংক্রান্ত যে কোনও সমস্যায় করদাতাদের সহায়তা প্রদানের জন্য জাতীয় রাজস্ব বোর্ড একটি কল সেন্টার চালু করেছে। এ সেন্টারের ০৯৬৪৩৭১৭১৭১ নম্বরে ফোন করে করদাতারা ই-রিটার্ন সংক্রান্ত প্রশ্নের তাৎক্ষণিক টেলিফোনিক সমাধান পাচ্ছেন। তাছাড়া সারাদেশের সব কর অঞ্চলে স্থাপিত ই-রিটার্ন হেল্প-ডেস্ক থেকেও সহায়তা মিলছে।

























