এবার ৭ দলের সমন্বয়ে ‘জাতীয় মুসলিম জোট’
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৩:২৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ ২২ বার পড়া হয়েছে
সাতটি রাজনৈতিক দলের সমন্বয়ে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক মোর্চা ‘জাতীয় মুসলিম জোট’। শুক্রবার (২৬ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই জোটের ঘোষণা দেওয়া হয়।
জোট নেতারা বলছেন, চব্বিশের গণঅভ্যুত্থানের চেতনা ও শহীদদের আত্মত্যাগই তাদের রাজনীতির ভিত্তি।
বাংলাদেশ মুসলিম লীগ, সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ, গণমুক্তি জোট, নাগরিক অধিকার পার্টিসহ সমমনা সাতটি দলের সমন্বয়ে গঠিত হলো এই জোট।
জোটের প্রধান সমন্বয়কারী ও বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের সংবাদ সম্মেলনে ঘোষণাপত্র পাঠ করেন।
জোটটি বিদেশি আধিপত্য ও তাবেদারিমূলক রাজনীতি প্রত্যাখ্যানের ঘোষণা দেয়।
নবগঠিত এই জোটে অন্যান্যের মধ্যে রয়েছে বাংলাদেশ জাস্টিস পার্টি, মুসলিম সমাজ এবং বিএনডিপি।





















