শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জুলাইয়ে ব্রাজিল সফর করবেন প্রধানমন্ত্রী অন্য দেশের লেন্স দিয়ে বাংলাদেশকে দেখি না: মার্কিন কর্মকর্তা একদিন না যেতেই ফের কমল স্বর্ণের দাম দেশকে পরিকল্পিতভাবে মরুকরণ করা হচ্ছে : মির্জা আব্বাস মন্ত্রী-এমপির আত্মীয়দের কাছে জিম্মি স্থানীয় জনগণ: রিজভী এক ব্যক্তির এক কথায় দল পরিচালিত হবে না: রওশন এরশাদ বিএনপি যে কোনো উপায়ে ক্ষমতায় আসতে মরিয়া: কাদের রোববার খুলছে স্কুল-কলেজ, মাউশির প্রজ্ঞাপন জারি বঙ্গোপসাগরে কার্গো জাহাজ ডুবি, ১১ জন উদ্ধার, নিখোঁজ ১ তীব্র তাপপ্রবাহে থাইল্যান্ডে ৩০ মৃত্যু, সতর্কতা জারি উপজেলা নির্বাচনে ব্যর্থ হলে গণতন্ত্র ক্ষুণ্ন হবে: সিইসি কেন্দ্রীয় ব্যাংকের চাকরি ছেড়ে দেওয়ার প্রবণতা বাড়ছে মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠাল বিজিবি যুদ্ধ কখনও কোনো সমাধান দিতে পারে না: প্রধানমন্ত্রী শপথ নিলেন নবনিযুক্ত আপিল বিভাগের তিন বিচারপতি

কার্ড ঢোকালে বেরোবে সোনা, চালু হলো প্রথম গোল্ড এটিএম

রিপোর্টারের নাম :
আপডেট : ডিসেম্বর ৮, ২০২২
কার্ড ঢোকালে বেরোবে সোনা, চালু হলো প্রথম গোল্ড এটিএম

নগদ টাকার দরকার হলে আপনি তড়িঘড়ি আপনার নিকটবর্তী অটোমেটেড টেলার মেশিন তথা এটিএম -এ ছুটে যান? কিন্তু আপনার যদি সোনার দরকার হয়, অথবা সোনার টাকার? দোকানে ছুটতে হয়, বেশ কিছুক্ষণ অপেক্ষাও করতে হয়।

তবে এবার বিশ্বের প্রথম সোনার এটিএম-ও খুলে গেল হায়দরাবাদে। হ্যাঁ, ভারতই প্রথম দেশ যার কোনও এক রাজ্য এমন প্রয়াস নিয়ে হাজির হল। এই ধরনের এটিএম-কে পোশাকি ভাষায় বলা হচ্ছে গোল্ডসিক্কা এটিএম (Goldsikka ATM)।

ঠিক যেভাবে আপনি এটিএম-এ গিয়ে ক্রেডিট বা ডেবিট কার্ড ঢুকিয়ে নগদ টাকা বের করেন। সেভাবেই এই গোল্ডসিক্কা এটিএম-এ ক্রেডিট অথবা ডেবিট কার্ডের সাহায্যে সোনা বের করতে পারবেন। সম্প্রতি এই গোল্ড এটিএম খোলা হয়েছে হায়দরাবাদের বেগমপেটে।

গোল্ডসিক্কা প্রাইভেট লিমিটেড হল একটি সোনার ডিস্ট্রিবিউটর কোম্পানি। গত ৩ ডিসেম্বর এই সংস্থাই M/s OpenCube Technologies Pvt Ltd-এর (হায়দরাবাদের স্টার্ট-আপ সংস্থা) সঙ্গে জুটি বেঁধে হায়দরাবাদে বিশ্বের প্রথম গোল্ড এটিএমটি স্থাপন করে। কোম্পানির অফিসিয়াল বিবৃতি অনুযায়ী, গহনার দোকানে যাওয়ার পরিবর্তে এই গোল্ড এটিএম মানুষের সোনার প্রয়োজন তড়িঘড়ি মেটাতে সক্ষম।

Gold ATM কীভাবে কাজ করে:
২৪ ঘণ্টা, ৭ দিন পরিষেবা দেবে এই গোল্ড এটিএম। বাজেটের মধ্যেও কাস্টমারদের সোনা কেনার সুযোগ করে দেবে এই এটিএম। মোট ৫ কেজি পর্যন্ত সোনা স্টোর করে রাখার ক্ষমতা রয়েছে এই এটিএমের। গ্রাহকরা এই এটিএমে ০.৫ গ্রাম থেকে শুরু করে ১০০ গ্রাম পর্যন্ত মোট আটটি অপশনে সোনা তুলতে পারবেন।

প্রিপেড ও পোস্টপেড স্মার্ট কার্ড:
সংস্থাটি বলছে, তারা যতটা সম্ভব কম খরচে মানুষের কাছে সোনা পৌঁছে দিতে চাইছে। এছাড়াও, সোনা কিনতে ক্রেতাদের জন্য ডেবিট ও ক্রেডিট কার্ড ছাড়াও প্রিপেড এবং পোস্টপেড স্মার্ট কার্ডের সুবিধাও নিয়েও হাজির হয়েছে সংস্থাটি।

গোল্ডসিক্কা প্রাইভেট লিমিটেড একটি বিবৃতিতে বলছে, “উপভোক্তাদের চাহিদায় সামাল দিতেই এই গোল্ড এটিএম খোলা হয়েছে। ০.৫ গ্রাম থেকে ১০০ গ্রাম পর্যন্ত বিভিন্ন রেঞ্জে সোনা এই এটিএম থেকে পেয়ে যাবেন কনজ়িউমাররা।”

সোনা তুলতে যে কোনও মানুষ তাঁদের ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করে এই এটিএমে আসতে পারেন বলে আরও জানিয়েছে সংস্থাটি।
এটিএমে খাঁটি সোনা:
এই এটিএমে যে সোনা মজুত থাকবে, তা সম্পূর্ণ ভাবে খাদমুক্ত? সংস্থাটি বলছে, এই গোল্ড এটিএম -এ ২৪ ক্যারাট গোল্ড থাকবে, যা নিখাদ সোনা।

পাশাপাশি এটিএম-এ দেখানো হবে, মার্কেটের পরিবর্তন অনুযায়ী প্রতিদিনের সোনার দর। সংস্থা জানিয়েছে, এই এটিএমে ০.৫ গ্রাম -১০০ গ্রামের বেশি এক ফোঁটাও সোনা কিনতে সক্ষম হবেন না কাস্টমাররা।


এ বিভাগের অন্যান্য সংবাদ